সৈকত নগরীতে যুবতী পর্যটককে ধর্ষণকারীরা ইণ্ডি জোট সমর্থক: শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা, দিঘা: সৈকত নগরী দিঘায় যুবতীকে রুম দেওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল বিজেপি। বুধবার বিকেলে ওল্ড…

নিজস্ব সংবাদদাতা, দিঘা: সৈকত নগরী দিঘায় যুবতীকে রুম দেওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল বিজেপি। বুধবার বিকেলে ওল্ড দিঘা বিধানচন্দ্র রায় মূর্তির পাদদেশ থেকে নিউ দিঘা সাইনসিটি পর্যন্ত পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নির্যাতিতা পরিবার চাইলে আইনি সাহায্য করার প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা। এদিন এদের একাধিক বিধায়ক ছাড়াও কয়েক হাজার কর্মী সমর্থক পা মেলান। মিছিলে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। কালো ব্যাচ পরে ও ঝাঁটা হাতে মিছিল করেন। সৈকত নগরীর দিঘায় যুবতীকে ধর্ষণের অভিযোগের দু’জন গ্রেফতার হয়েছে তারা ‘ ইণ্ডি জোট ‘ সমর্থক বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

তাঁর দাবি, একজনের বাবা সিপিএমের সর্মথক, অপর একজনের বাবা তৃণমূলের বুধ সভাপতি, একাধিক মিটিং মিছিলে দেখা যায়। বিধায়ক সুমিতা সিহনা নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল দিঘা থানায় ডেপুটেশন দেন। ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে তৃণমূলের পাল্টা মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “গোটা রাজ্যে মহিলা নির্যাতনের খবর আসছে। মালদহ জেলার কালিয়াচকের সংখ্যালঘু পরিবারের ছাত্রীকে খুন করা হয়েছে। দেহ অন্য জায়গায়, মুণ্ড অন্য জায়গায় পাওয়া গিয়েছে। খুবই আতঙ্কিত, দিঘা সুন্দরী সাগর উপহার দিয়েছে। গোটা রাজ্যে কম খরচে দুটো দিন পরিবার নিয়ে দিঘা বেড়াতে আসতে পারেন। এতদিন আমরা দেখেনি। পর্যটক উপরে এমন শারীরিক ও পাশবিক অত্যাচার। দিঘায় পুলিশের কোন উপস্থিতি দেখতে পাই না। এটা লজ্জা, কোন মহিলা থানা নেই? কোন সিসিটিভি নেই? কোন সুরক্ষা! আমরা চাইলে আপনাদের নিয়ে মমতা পুলিশকে ঝাঁটা গুলো দিয়ে  প্রমাণ দিতে পারলাম! আমাদের দল মহিলা মোর্চা শৃঙ্খলা পরায়ণ। কয়েকজনের প্রতিনিধি দল ডেপুটেশান দিয়েছে৷”

ধর্ষণ কাণ্ডে দু’জন গ্রেফতার হয়েছে তাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, যে দু’জন ধর্ষণকারী জিহাদী গ্রেফতার হয়েছে যাতে নামে চার্জশিট দিয়ে ৯০ দিনের মধ্যে কঠিনতম সাজা দিতে হবে। এই দু’জনের নাম শুনলেই তো বুঝতে পারছেন? সমাজদারকে ইশারাই কাফি হ্যায়!

অভিযুক্তদের শাস্তির দাবিতে শাসক দল তৃণমূলের মিছিল নিয়েও কটাক্ষ। মঙ্গলবার তৃণমূল নেতা সুশান্ত পাত্র, অশোক চন্দ্র, মাতাল নিতাই সার নেতৃত্বে মিছিল করে। এদের কোন অধিকার নেই মিছিল করা। কারণ দুজন অভিয়ুক্তরা একজনের বাবা সিপিএমের পার্টির সদস্য, বাকি একজন তৃণমূলের বুধ সভাপতি। সিপিএম ও তৃণমূল মানেই ইণ্ডি জোট! জালি হিন্দু মমতা সঙ্গে নেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করে বলেন, “বাংলা মৎস্যজীবি জন্য কিছুই করেনি? সংখ্যালঘুদের মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক। ধর্ষণকারী এবং শকত মতো গুণ্ডারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ। কংগ্রেসের নরেন্দ্র মোদির নাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে৷”

সন্দেশখালি শেখ শাহাজান কেন্দ্রীয় এজেন্সি ( এডি) কাছে সময় চেয়েছে, কটাক্ষ সুরে বলেন, “নিরব মোদী ভারতবর্ষে ব্যাঙ্ক থেকে টাকা বিদেশে চলে গিয়ে ছিল। তাদের টাকা উদ্ধার হচ্ছে। ভাইপো সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, অনেক জনকে তা কোনার জন্য প্রস্তুত আছে! আমরা কিনতে চাই। ওখানে আমরা অনাথ আশ্রম করব৷”

অভিনেতা তথা তৃণমূলের সাংসদ দেব’কে নিয়ে শুভেন্দুর দাবি করে বলেন, “এনামুলের টাকায় দেব সিনেমা করেছে এটা প্রমাণিত সত্য। পাঁচ কোটি টাকা ব্যাঙ্ক একাউন্টে দিয়ে টাকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সহজে ছাড়বো না। অনেকে কাঁদিয়েছে! আমার বৃদ্ধ বাবা ও মা’কে কাঁথির বাড়িতে সিআইডি পাঠিয়েছে। আত্মহত্যা করতে বাধ্য করেছে, আলু থেকে ধান চাষী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মণ্ড হারবারে হারাবো, বিজেপি জিতবে৷”