Bus Service: বাস পরিষেবায় বড় ঘোষণা রাজ্যের

পরিবহনে জুড়ে গেল উত্তর এবং দক্ষিণবঙ্গ।‌ এই বাঁধন আরও জোরাল করল রাজ্য সরকার। নতুন ৩১টি বাস চালু (Bus Service) করল পরিবহন দফতর। পরিচালনায় রাজ্য পরিবহন…

Government Bus Service

পরিবহনে জুড়ে গেল উত্তর এবং দক্ষিণবঙ্গ।‌ এই বাঁধন আরও জোরাল করল রাজ্য সরকার। নতুন ৩১টি বাস চালু (Bus Service) করল পরিবহন দফতর। পরিচালনায় রাজ্য পরিবহন দফতর।

বুধবার এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের আধিকারিকরা। কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে এই অনুষ্ঠান হয়।

Government Bus Service

৩১টি বাসের মধ্যে ১০টি নতুন পেয়েছে শিলিগুড়ি ডিভিশন। রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনের জন্য বরাদ্দ ৭টি করে বাস। রায়গঞ্জ ডিভিশনের অধীনে বালুরঘাট-কলকাতা বাস চলবে। পাশাপাশি বীরভূমের সিউড়ির সঙ্গে বাস পথে যুক্ত হচ্ছে শিলিগুড়ি। সিউড়ি-শিলিগুড়ি বাস চালাবে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন।

রানাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত রুটে নতুন বাস চলবে। এটা বহরমপুর ডিভিশনের অধীনে। নতুন করে সাজানো হবে বালুরঘাট এবং মল্লাগুড়ির বাস‌ডিপো। এছাড়া ময়নাগুড়ি, ডালখোলা এবং কৃষ্ণনগর‌ বাস‌ডিপোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।