Sandeshkhali: সিবিআই, এনএসজির পর এবার সেনা নামবে সন্দেশখালিতে? বিস্ফোরক পোস্ট শুভেন্দুর

লোকসভা ভোটের মাঝে নতুন করে শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি (Sandeshkhali)। রীতিমতো এবার বারুদের স্তূপে পরিণত হল সন্দেশখালির সরবেড়িয়া এলাকা। একদিকে যখন আজ বাংলার তিন কেন্দ্রে…

লোকসভা ভোটের মাঝে নতুন করে শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি (Sandeshkhali)। রীতিমতো এবার বারুদের স্তূপে পরিণত হল সন্দেশখালির সরবেড়িয়া এলাকা। একদিকে যখন আজ বাংলার তিন কেন্দ্রে লোকসভা ভোটগ্রহণ চলছিল তখন আচমকাই সিবিআই-এর দল সন্দেশখালিতে পৌঁছায় এবং একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র , গোলাবারুদ উদ্ধা করেছে সিবিআই। শুধু তাই নয়, ঘটনাস্থলে হাজির হয়েছে সিআরপিএফ বাহিনী থেকে শুরু করে এনএসজি। এবার এই ইস্যুতে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আজ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে রীতিমতো বোমা ফাটালেন শুভেন্দু। তিনি লিখলেন, ‘ইডি-সিবিআই-এনআইএ-এনএসজি-সিবিআই-এনআইএ-এনএসজি-এনআইএ-এনএসজি-এনএসজি। সন্দেশখালিতে পরবর্তী আর কী হবে? সেনা আসবে? সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে।
শাহজাহান শেখের মতো সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

ইতিমধ্যে সন্দেশখালিতে নামানো হয়েছে রোবটকে। বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে। রোবটের মাধ্যমে আরো বিস্ফোরক লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি দলের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের সন্দেশখালির একটি বাড়িতে অভিযান চালায় সিবিআই। বর্তমানে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার পথে ইডি অফিসারদের উপর হামলা চালানো হয়।

সন্দেশখালির সারবেড়িয়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হাফিজুল খানের আত্মীয় আবু তালেবের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের ১০ সদস্যের একটি দল। হাফিজুল শেখ শাজাহানের ঘনিষ্ঠ সহযোগী।