বিদেশে গিয়ে অনুশীলন করতে পারে এই ISL ক্লাব

নামকরা বিদেশি ক্লাবের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছিল ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একটি ক্লাব। আগামী মরসুমে স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক বদল। সব ঠিক থাকলে বিদেশি…

Chennaiyin FC

নামকরা বিদেশি ক্লাবের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছিল ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একটি ক্লাব। আগামী মরসুমে স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক বদল। সব ঠিক থাকলে বিদেশি গিয়ে সাড়তে পারে প্রাক মরসুম প্রস্তুতি।

এপ্রিলের তিন তারিখে পাওয়া গিয়েছিল একটি বড় খবর। বিশ্ব ফুটবলের পরিচিত ফুটবল ক্লাব নরউইচ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের চেন্নাইয়িন এফসি। দুই ক্লাব একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সূত্র ধরে মনে করা হচ্ছে, আগামী মরসুমের আগে বিদেশে গিয়ে প্রস্তুতি সাড়তে পারে চেন্নাইয়িন এফসি।

   

চেন্নাইন এফসির ভাইস প্রেসিডেন্ট একাংশ গুপ্তা এই চুক্তি প্রসঙ্গে বলেছিলেন, “নরউইচ সিটির সাথে পথ চলা শুরু করতে পেরে আমরা আনন্দিত। এটা স্পষ্ট করা দরকার যে এউ উদ্যোগ শুধুমাত্র বিপণনের জন্য নয়। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের উন্নয়নমূলক কাজগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি। আমরা নরউইচ সিটিকে ভারতীয় স্পোর্টস সিস্টেমের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করতে পারবো বলে আশা করছি।”

নরউইচ সিটি এফসি-র কমার্শিয়াল ডিরেক্টর স্যাম জেফরি জানিয়েছিলেন, “চেন্নাইন এফসি-র সঙ্গে হাত মেলাতে পেরে আমরা খুবই খুশি এবং এই চুক্তি আমাদের ক্লাবের জন্যই গুরুত্বপূর্ণ… চেন্নাইন এফসির সাহায্যে ভারতে কাজ করার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।”