কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে শুভেন্দু, বললেন পুলিশের অত্যাচার কমুক

মার্চের মাঝামাঝি সময়ে রাজ্যের দুই জায়গায় দুই রাজনৈতিক নেতার খুন হন। একজন তৃণমূলের, দ্বিতীয়জন কংগ্রেসের। আর তারপরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর…

Suvendu Adhikari met Tapan Kandu's family

মার্চের মাঝামাঝি সময়ে রাজ্যের দুই জায়গায় দুই রাজনৈতিক নেতার খুন হন। একজন তৃণমূলের, দ্বিতীয়জন কংগ্রেসের। আর তারপরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদী হয়ে ওঠে বিরোধীরা। হাইকোর্টে দায়ের করা হয় মামলা। আর সেই মামলার উপর ভিত্তি করেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আর এরপর একের পর এক তথ্য সামনে আসতে থাকে। এবার তপন কান্দুর (Tapan Kandu) বাড়িতে উপস্থিত হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দেখা করলেন পরিবারের সদস্যদের সঙ্গে। একইসঙ্গে তপন কান্দুর খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতেও যান বিরোধী দলনেতা। পরিবারের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে, আপনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, আমাদের পাশে রয়েছেন এটাই অনেক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেছেন, সত্য যেন দ্রুত বেরিয়ে আসে এটাই কাম্য। দোষীরা শাস্তি পাক, পুলিশের অত্যাচার কমুক। নিরঞ্জন বৈষ্ণবের পরিবার জানিয়েছে, ঝালদার আইসির অত্যাচারে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী। একই সঙ্গে বিরোধী দলনেতা আরও জানিয়েছে, এই রাজ্যে বর্তমান রাজ্য সরকারের দ্বারা যে কোনও দলের বা সাধারণ মানুষ নিপীড়িত, শোষিত, অত্যাচারিত হলে তাদের পাশে দাঁড়াবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

ইতিমধ্যেই তপন কান্দুর খুনের ঘটনায় তদন্ত করছে CBI। আর সেখান থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর একটি তথ্য। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এক প্রখ্যাত দুষ্কৃতী জবির আনসারী গুলি চালিয়েছিল কংগ্রেস নেতার ওপর।