Nandigram: থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দু অধিকারীর

শনিবার মহালয়ার দিন নন্দীগ্রামের মহেশপুরে সেবাদান কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় যান নন্দীগ্রামের বিধায়ক। দলীয় কর্মীদের…

শনিবার মহালয়ার দিন নন্দীগ্রামের মহেশপুরে সেবাদান কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় যান নন্দীগ্রামের বিধায়ক। দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগ করেন তিনি। এই অভিযোগে থানায় ঢুকে পুলিশকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

থানায় ওসি না থাকায় পুলিশ আধিকারিকদের ধমক দেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঙ্কার দিয়ে তিনি বলেন পুলিশ যা করেছে, তার ফল ভুগতে হবে, সব কিছু রেকর্ড থাকবে। সরকার বিজেপির হবে, আমাদের অধীনে কাজ করতে হবে। এইভাবেই থানায় ঢুকে পুলিশকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

নন্দীগ্রামে শহিদ পরিবারে সঙ্গে প্রত্যেক বছর মহালয়ার দেখা করেন বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, ‘প্রত্যেক বছরই আমি এটা করি। অনেক মানুষের সেবার বন্দোবস্ত করি। এবার ১২ হাজার লোককে সেবা দিয়েছি। শহিদ পরিবার আমাকে জিতিয়েছে। তাই মহালয়ার দিন সবার সঙ্গে দেখা করি, উপহার তুলে দিই। শহিদ পরিবারের সকলেই আমার সঙ্গেই রয়েছে।’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের পিএ-কে ‘কালেক্টর’ বলে কটাক্ষও করেন। একই সঙ্গে পুজোর পর চালু হতে চলা ‘অভিষেকের দূত’ কর্মসূচি নিয়েও আক্রমণ করেন তিনি।