Suvendu Adhikari: একা রামে হবে না, তাই বারবার বাম নাম জপছে শুভেন্দু

187
Subhendu Adhikari
Advertisements

২০১১ সালে বাম দূর্গের অবসান ঘটাতে সমস্ত দলগুলি একজোট হয়েছিল। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কংগ্রেস জোট করলেও দূর থেকে সমর্থন করেছিল বিজেপি। এমনকি সমর্থন ছিল বেশ কয়েকটি বাম দলের৷ সময় বদলে গেলেও ফর্মুলা এখনও বদলায়নি৷ সেকারণেই বারবার অন্যান্য ডেকে জোট করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এদিন শুভেন্দু বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে উৎখাত করতে গেলে সিপিএম, এসইউসিআই, হিন্দু- মুসলিম, সবাইকে জোট বাঁধতে হবে। শুভেন্দুর এই কথাতেই ফের রাম এবং বাম জোটের জল্পনা তীব্র হয়েছে। একেবারে সমবায় নির্বাচনের ধাঁচে জোট করতে নারাজ আলিমুদ্দিন৷ এমনকি শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে গিয়ে কর্মীদের সতর্কবার্তা দিয়ে গেছেন সূর্যকান্ত মিশ্র৷ তবুও যেন জল্পনা কাটছে না।

Advertisements

এর আগে নন্দীগ্রামের শহিদ দিবসে বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল৷ বামপন্থী হিন্দুদের ভোট না থাকলে মুখ্যমন্ত্রীকে পরাজিত করতে পারতেন না তিনি। বুধবার সেই একই কথা বললেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, আমার সঙ্গে বহু লোক দেখা করছেন। বামপন্থী ও কমরেডরা তাঁর সঙ্গে রয়েছে৷

Advertisements

রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতিতে শাসক দল গলা অবধি ডুবে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেই নির্বাচনের বৈতরণি পার করবে তৃণমূল। তবে বিরোধীদের পালে হাওয়া থাকলেও বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন থাকছে। সেদিক থেকে অনেকটাই শক্তিশালী বামেরা। সেটা বুঝতে পেরেই বামেদের সমর্থন চাইছেন শুভেন্দু।

Advertisements