Nandigram: নন্দীগ্রামে শুভেন্দুর ভোট ভরসা মমতার নাম!

Subhendu Adhikari challenges Mamata Banerjee to file a case

রাত পোহালেই রাজ্যের হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। এবার ফের রাজ্য-রাজনীতর অভিমুখ নন্দীগ্রাম। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের আসনে জয়ি হয়েছিলেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার ছিল নির্বাচন প্রচারের শেষ দিন। নির্বাচনের শেষ প্রচারে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় শোনা যায় রীতিমত হুঙ্কার।

Advertisements

ভোটের দিন নন্দীগ্রামে ভোট লুঠের আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আরও একটা ১৪ মার্চ ঘটাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লার বাহিনী পাঠাচ্ছে এখানে। নৌকা করে বাহিনী ঢোকানো হবে। আমরাও দেখব।‘

নিজেকে দলের ‘জাগ্রত চৌকিদার’ দাবি করে বলেন, ‘আমি আছি জাগ্রত চৌকিদার। কেউ ফাঁকা হাতে ফিরতে পারবেনা।‘ নন্দীগ্রামের ভোট নিয়ে সরব শুভেন্দু। তিনি বলেন, ‘আমিও থাকব ভোটের দিন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, কিন্তু আপনারা দেখেছেন কীভাবে অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে যদি এখানে এই পার্টি নির্বাচিত হয় তাহলে এখানে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে। আমরা এত সহজে ছেড়ে দেব না। কেষ্ট মণ্ডলকে আমরা শায়েস্তা করেছি।‘

Advertisements

শুভেন্দু আরও দাবি করেন, ‘চোর মুক্ত পঞ্চায়েত আমরা চাই, আমরা দলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত চাই। ইতিমধ্যে ১৮-১৯ জন মারা গিয়েছেন। কী মধু আছে পঞ্চায়েতে? এ এক অদ্ভুত রাজ্য। আজও সকালে বীরভূমে বিজেপির একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজ্যজুড়ে অসংখ্য উদহরণ রয়েছে এমন। তৃণমূল জঙ্গলের রাজত্ব তৈরি করছে।‘