T20I series: রিঙ্কু-সহ অন্যান্য তরুণ ক্রিকেটররা যাবেন আয়ারল্যান্ডে

১৮, ২০ এবং ২৩এ আগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি (T20I series) ম্যাচের জন্য নিয়ে যাওয়া হবে রিঙ্কু সিংকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলে তাঁর নাম না দেখে প্রশ্ন করেছিল অনেকে।

Rinku Singh

১৮, ২০ এবং ২৩এ আগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি (T20I series) ম্যাচের জন্য নিয়ে যাওয়া হবে রিঙ্কু সিংকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলে তাঁর নাম না দেখে প্রশ্ন করেছিল অনেকে। তবে এক বিসিসিআই আধিকারিক জানান যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে একেবারে একটু তরুণ দল পাঠাতে চাননি তাঁরা।

তারা সিরিজ ধরে ধরে সবাইকেই একবার বাজিয়ে নেওয়া হবে। এক বিসিসিআই সূত্র জানান, “রিংকু এবং অন্যান্য খেলোয়াড়রা যাঁরা আইপিএলে ভাল করেছেন, তাঁরা আয়ারল্যান্ডে উড়ে যাবেন। নির্বাচক কমিটি এক পর্যায়ে সবাইকে পরীক্ষা করতে চায় না। ভারতীয় ওডিআই দলের সাতজন খেলোয়াড় আছেন যারা টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন না কারণ সেই খেলোয়াড়রা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাঁরা আগস্টের শেষের দিকে এশিয়া কাপ খেলবেন।”

   

ভারত “এ”-র খেলা বাড়ানোর জন্য বোর্ডকে জানিয়েছে নির্বাচন কমিটি। তাঁরা চান কোনো খেলোয়াড়কে সরাসরি সিনিয়র দলে আনার আগে ভারত “এ”-তে দেখে নিতে।

সিং, রুতুরাজ গায়কওয়াড়ের মতো খেলোয়াড়দের আয়ারল্যান্ড সিরিজে নিয়ে যাওয়া হবে। এশিয়ান গেমস লাইন আপের কথা মাথায় রেখে, নির্বাচক কমিটি ধাপে ধাপে খেলোয়াড়দের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।

ধারাবাহিক ভাবে রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভালো খেলায় ভারতের টি-২০ দলে সুযোগ পান যশশ্বী জয়সওয়াল এবং তিলক বর্মা।