প্রতিপক্ষদের থোড়াই কেয়ার ! এএফসি কাপে তারাই “সেরা “! হুংকার বৌমোস-কাউকো’দের

প্রাক-পর্ব এখন অতীত, এবার এএফসি কাপের গ্রুপ পর্বে ভালো ভাবে পারফরম্যান্স দেওয়াটাকেই পাখির চোখ করছে এটিকে মোহনবাগান (mohunbagan)। মাঝে আর দিন কয়েকের অপেক্ষা, এরপর ফের…

mohunbagan footballers

প্রাক-পর্ব এখন অতীত, এবার এএফসি কাপের গ্রুপ পর্বে ভালো ভাবে পারফরম্যান্স দেওয়াটাকেই পাখির চোখ করছে এটিকে মোহনবাগান (mohunbagan)। মাঝে আর দিন কয়েকের অপেক্ষা, এরপর ফের লড়াইয়ের ময়দানে নামতে চলেছে সবুজ-মেরুন শিবির।

মোহনবাগানের গ্রুপে বাকী দল গুলো হলো গোকুলাম কেরালা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া।প্রথম ম‍্যাচে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মোহনবাগানের দুই তারকা বিদেশী হুগো বৌমোস ও জনি কাউকো।

হুগোর দাবি প্রতিযোগীতার সেরা দল তারাই।সে ধারে-ভারে হোক অথবা পারফর্মেন্সের বিচারে।বড়সড় কোনও অঘটন না ঘটলে তাদের চ‍্যাম্পিয়ান হওয়া কেউ আটকাতে পারবেন না বলেই মত তার।গতবারের তুলনায় এবারের প্রস্তুতি দারুণ ভাবে সেরেছে তারা,কোয়ালিফায়ার রাউন্ডে দুই পর্ব মিলিয়ে গোল করেছিল আটটি।তাই এবার কোনও অজুহাত গ্রহণযোগ‍্য হবে না চ‍্যাম্পিয়ান না হতে পারলে , এমনটাই মত তার।

বেশ কিছু ভিডিও ক্লিপ দেখে প্রতিপক্ষ’দের সম্পর্কে দারুণ ওয়াকিবহাল বৌমোস।সবকিছু বিচার করে বাংলাদেশের বসুন্ধরা কিংস’কেই সবচেয়ে চাপের দল মনে হচ্ছে তার, তবে দলের যা শক্তি, তাতে প্রতিপক্ষ’দের সবাইকে উড়িয়ে দেওয়া সম্ভব বলেই মত তার।

অন‍্যদিকে প্রতিপক্ষ’দের বিশেষ পাত্তা দিচ্ছেন না জনি কাউকো, তিনি জানিয়েছেন কখনও এমনটা করেননি।সে ইউরো কাপ হোক অথবা এএফসি,এতে খেলার ছন্দ নষ্ট হয় বাড়তি চাপে, এমনটাই মত তার‌।