Suvendu Adhikari: এবারেও মদ বিক্রিতে রেকর্ড গড়বে রাজ্য, দাবি শুভেন্দুর

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কর্মহীনদের কাজের দাবিতে বারবার সরব হচ্ছে বিরোধীরা৷ দ্রুত স্বচ্ছ নিয়োগ করুক সরকার। এই…

Suvendu Adhikari, the Leader of BJP in West Bengal

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কর্মহীনদের কাজের দাবিতে বারবার সরব হচ্ছে বিরোধীরা৷ দ্রুত স্বচ্ছ নিয়োগ করুক সরকার। এই দাবির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটাও চাকরি দিতে পারবে না। তার কারণ, পশ্চিমবঙ্গে কোনও টাকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ২৬০ কোটি টাকা পুজোতে দিচ্ছেন। ১ হাজার কোটি টাকার মদ খাওয়াবেন। গতবার ২৪০ কোটি টাকা দিয়েছিলেন। ১০০ কোটির মদ বিক্রি হয়েছে। এবার লক্ষ্যমাত্রা মদ বিক্রির হাজার কোটি।

একইসঙ্গে তাঁর বার্তা, মেয়েদের, বোনেদের বলব, এই মদের জন্য যাঁরা সবচেয়ে বেশি অত্যাচারিত হন, সবথেকে বেশি কষ্টে থাকেন, সতর্ক থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক মদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। মদের টাকা থেকে টাকা বিলি করার জন্য।

একইসঙ্গে অষ্টম শ্রেণীর পাঠ্যবইতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ নিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, অনুরোধ করব, শিক্ষকেরা ওই পাতাটা বাদ দিয়ে দেবেন। শিক্ষকদের অনুরোধ করব আপনারা মেরুদণ্ড সোজা রেখে চলুন। নিজেদের পছন্দের রাজনৈতিক মতামত দেওয়ার অধিকার অম্বেডকর সংবিধানে দিয়ে গিয়েছেন। যদি জোর করে বদলি করতে যায়, মনে রাখবেন ডায়মন্ড হারবারের কৃষ্ণা বৈদ্য উচ্চ আদালতে মামলা করে প্রমাণ করে দিয়েছেন যে, সকলে মাথা বিক্রি করে না৷

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, আগের শিক্ষামন্ত্রী ছিলেন ওঁর মন্ত্রিসভার সেকেন্ড ম্যান। তৃণমূলের মহাসচিব ছিলেন তিনি। ভোটের সময় মুখ্যমন্ত্রী বলেন ২৯৪ আসনে প্রার্থী উনি। আর যখন বেকায়দায় পড়েন তখন বলেন আমি এসব করিনি। মানুষ তাই তো বলছে, পার্থ-কেষ্ট চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই চটি।