সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের, পাত্তা দিতে নারাজ শুভেন্দু

লোকসভা ভোটের প্রাক্কালে বারবার এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাতের কথা তুলে ধরেছে তৃণমূল সরকার। শুধুমাত্র তাই নয় এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অবধি দিয়েছেন…

লোকসভা ভোটের প্রাক্কালে বারবার এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাতের কথা তুলে ধরেছে তৃণমূল সরকার। শুধুমাত্র তাই নয় এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অবধি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

গতকাল হুগলিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে যাব। যাঁরা এনআইএ-র পক্ষে এবং বলছেন যে কোনও বৈঠক হয়নি, তাঁদের আমরা বলতে চাই, যে বিজেপি কর্মী এনআইএ অফিসারের বাড়িতে গিয়েছিল তার হাতে একটি প্যাকেট ছিল এবং যখন সে চলে যায়, তখন তার হাতে প্যাকেটটি ছিল না। আমরা এর উচ্চ মানের ফুটেজও সুপ্রিম কোর্টে দেব।’

এদিকে এবার এই ইস্যুতে সুর চড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত শুভেন্দু অভিষেকের অভিযোগকে পাত্তাই দিতে চাইলেন না। তিনি বলেন, “তৃণমূল সুপ্রিম কোর্টে যাক। রাজ্য সরকারও শেখ শাহজাহানের সিবিআই হেফাজত বন্ধ করতে গিয়েছিল কিন্তু কোনও লাভ হয়নি, উচ্চতর বিচার বিভাগ সংবিধান ও আইন অনুযায়ী কাজ করে, প্রত্যেকেরই এর প্রতি আস্থা রাখা উচিত।”

দুদিন আগেই বিজেপি ও এনআইএ (BJP-NIA)-র মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে দিল্লিতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এদিকে কয়েকদিন আগেই
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ করে শাসক দল তৃণমূল। দলের দাবি, ‘বিজেপির কথায় চলছে এনআইএ (NIA)।’ কুণাল ঘোষ বলেন, ‘এনআইএ-র এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। ২৬ মার্চ NIA-র এসপির বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয়। কাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়।’ কুণাল ঘোষের দাবি, জিতেন্দ্র ও এনআইএ-র এসপির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হোক। এমনকি সাদা প্যাকেটে অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এনআইএ-র বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের অভিযোগ করেছে শাসক দল।