Recruitment Scam: জীবনকে নিয়ে চাপা আতঙ্কে তৃণমূল, সুপ্রিম নির্দেশে অভিষেকের জিজ্ঞাসাবাদ স্থগিত

Kuntal Ghosh and Abhishek Bandopadhyay in the news

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এমন অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানা ও আলিপুর আদালতের বিচারককে জানান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।

গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কুণাল ঘোষ এবং মদন মিত্ররা জেলে থাকাকালীন তাঁদেরকে চাপ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুন্তল অভিযোগ তুলেছিলেন তাকে চাপ দিয়ে অভিষেকের নাম বলতে বলা হচ্ছে। আদালত ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

   

এর মাঝে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করেছে সিবিআই। জানা যাচ্ছে একাধিক নাম বলেছেন বিধায়ক। এদের মধ্যে জনা আষ্টেক বিধায়ক রয়েছেন বলেই সূত্রের খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন