CPIM: জয়নগরে পুলিশের ধাক্কায় চোট পেলেন কান্তি গাঙ্গুলি, সুন্দরবন ক্ষোভে ফুঁসছে

সিপি়আইএমের প্রবীণ নেতা ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে ধাক্কা মারায় অভিযুক্ত পুলিশ। রাজ্যের হেভিওয়েট বাম নেতা পায়ে চোট পেয়েছেন। মঙ্গলবার তিনি ও সুজন…

সিপি়আইএমের প্রবীণ নেতা ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে ধাক্কা মারায় অভিযুক্ত পুলিশ। রাজ্যের হেভিওয়েট বাম নেতা পায়ে চোট পেয়েছেন। মঙ্গলবার তিনি ও সুজন চক্রবর্তী সহ বাম প্রতিনিধি দল জয়নগরের ঘরছাড়া বাম সমর্থকদের নিয়ে দলুয়াখাকি গ্রামে ঢুকতে বাধা পান। সেখানে প্রবীণ বাম নেতাকে পুলিশ জবরদস্তি সরিয়ে দেয়। কান্তিবাবু চোট পান। পুলিশের ধাক্রায় তাঁর চোট পাওয়ার খবরে সুন্দরবন এলাকা গরম হয়ে গেল। জানা যাচ্ছে উপকূল এলাকার একাধিক গ্রামবাসী ক্ষিপ্ত। আর তৃণমূল নেতা খুনের জেরে জয়নগরের বামনগাছি গ্রাম সোমবার থেকেই উত্তপ্ত।

সোমবার জয়নগরের বামনগাছিতে গুলি করে তৃণমূল নেতা খুন করা হয়। এরপর খুনি অভিযোগে গণপ্রহারে মৃত্যু হয় আরও একজনের। ঘটনার রেশ ধরে জ্বালিয়ে দেওয়া হয় বহু সিপিআইএম কর্মীদের বাড়ি। ৪৮ ঘন্টা বাড়িছাড়া দলুয়াখাকির বাম সমর্থকরা। মঙ্গলবার সিপিআইএম দলের নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেন। তবে সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলিকে বাধা দেয় পুলিশ। এর জেরে নতুন করে গরম দক্ষিণ ২৪ পরগনা জেলা রাজনীতি।

কান্তি গাঙ্গুলি চোট পাওয়ার খবর সুন্দরবন লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তারা বলছেন, বিপদে ঘূর্ণিঝড়ের সময় একমাত্র কান্তিবাবু সবার আগে আসেন সাহায্য নিয়ে। তিনি মন্ত্রী না থাকলেও যা করেন তার ছিঁটেফোঁটা তৃ়ণমূল জনপ্রতিনিধি ও রাজ্য সরকার করেনা। বাম নেতা কান্তি গাঙ্গুলিকে কেন ধাক্কা মারল পুলিশ?

জানা গেছে,সিপিআইএম প্রতিনিধি দল দ্রুত কান্তি গাঙ্গুলিকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর পায়ে চোট যেখানে লেগেছে সেটি পরীক্ষা করেন চিকিৎসকরা। বাম প্রতিনিধিরা জামান, কান্তি গাঙ্গুলির ইচ্ছা একটু ঠিক হয়েই তিনি ঘরছাড়া দলীয় সমর্থকদের নিয়ে ফের যাবেন।