Narendra Modi: পূর্ব ভারতেও বুলেট ট্রেন চালাব, রায়গঞ্জের সভা থেকে ঘোষণা মোদীর

পূর্ব ভারতেও বুলেট ট্রেন (Bullet Train) চালাব। আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর কথায়, বাংলার…

Narendra Modi

পূর্ব ভারতেও বুলেট ট্রেন (Bullet Train) চালাব। আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর কথায়, বাংলার উন্নয়ন মোদী সরকারের অন্যতম লক্ষ্য। মোদী গ্যারান্টি দিচ্ছে উন্নয়নের ঢেউ আছড়ে পড়বে বাংলায়। শীঘ্রই আমরা পূর্ব ভারতে বুলেট ট্রেন চালাব। ইতিমধ্যেই বাংলাকে একাধিক বন্দে ভারত উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেমি হাইস্পিড এই ট্রেনের টিকিটের চাহিদা সবসময়ই বেশি থাকে। 

সভা থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, তৃণমূল সরকারের কুশাসনে বাংলা অনেক পিছিয়ে গিয়েছে। তৃণমূল সরকার বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে। কেন্দ্রীয় প্রকল্পে স্টিকার মেরে ওরা নিজেদের নামে চালাচ্ছে। কেন্দ্রের আয়ুষ্মান যোজনা তৃণমূল সরকার বাংলায় চালু করতে দিচ্ছে না। তৃণমূল আসলে বাংলাকে গরিব রেখে দিতে চায়। তোলাবাজ আর গুন্ডারাই তৃণমূলের আমলে সবচেয়ে বেশি ক্ষমতাবান। 

রাম নবমী নিয়েও মমতা সরকারকে নিশানা করেন মোদী। প্রধানমন্ত্রী কথায়, বাংলায় রাম নবমীর মিছিলেও হামলা চালানো হয়। এমনকী মিছিল আয়োজনের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়। সভা থেকে বাংলায় নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সভার ভিড় দেখে সাধারণ মানুষকে সাধুবাদ জানান তিনি। এর আগে বালুরঘাটের সভা থেকেও তৃণমূলকে একহাত নেন প্রধানমন্ত্রী। 

মোদী বলেন, এবার রাম নবমী গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রথম অযোধ্যায় রাম মন্দিরে রাম নবমী পালিত হবে। বাংলায় রাম নবমী আটকাতে সবরকম ষড়যন্ত্র করেছে তৃণমূল। লোকসভা ভোটে বিজেপি বিপুল ভোটে জিতবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আগামী ৪ জুন ফের এনডিএ সরকার ৪০০ পার করবে। উন্নয়নের নতুন দিশা দেখাবে এনডিএ সরকার। 

দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালির ইস্যু, সিএএ নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, বাংলায় প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে। আমাদের বুথ সভাপতিদের খুন করা হয়েছে। সন্দেশখালির ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মা-বোনেদের সম্মানহানি হয়েছে সেখানে। অথচ সন্দেশখালির অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল।

এর আগে এদিন জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে। অথচ বিজেপির ‘ভোটপাখি’ ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে। আর মিথ্যা কথা বলে চলে যায়। ওদের কথায় কান দেবেন না। 

ময়নাগুড়ি ঘূর্ণিঝড় নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, উনি তো কোচবিহারে সভা করে গিয়েছেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে কিন্তু একটা কথাও বলেননি। আমরা কিন্তু প্রথম থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা বাড়ি বানানোর টাকা দিয়েছি। ১১ লক্ষ ‘বাংলার বাড়ি’র টাকা আমরা দিয়ে দেব ডিসেম্বরের মধ্যে। এখানে এসে কথা দিয়ে গেলাম, আপনারা প্রথম টাকা পাবেন। জলপাইগুড়ির সভা থেকে রামনবমী নিয়েও সতর্ক করেন মমতা। তিনি বলেন, বিজেপি অশান্তি করতে পারে। ফাঁদে পা দেবেন না।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।