চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপে GST, মমতা নীরব কেন্দ্রকে তুলোধোনা সুজনের

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জিএসটি বৃদ্ধিকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিরোধীরা৷ এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ নাবার্ড ব্যাঙ্কের ফর্ম ফিল আপ করতে গিয়ে জিএসটি (GST)…

Sujan Chakraborty attacks Centre on GST

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জিএসটি বৃদ্ধিকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিরোধীরা৷ এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ নাবার্ড ব্যাঙ্কের ফর্ম ফিল আপ করতে গিয়ে জিএসটি (GST) দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। যা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী৷ এদিকে আরও অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেত্রী এ বিষয়ে নীরব।

চাকরি প্রার্থীর ফর্ম এবং রসিদ সহ ট্যুইট করে সুজন চক্রবর্তী লেখেন, বেকার যুবকের চাকরির জন্য পরীক্ষার ফি-তার উপরেও জিএসটি? নাবার্ডে নিয়োগের সর্বভারতীয় পরীক্ষা। ৮০০ টাকা ফি এর সাথে ১৪৪ টাকা জিএসটি।১৮ শতাংশ। কেন্দ্র-রাজ্য সমান ভাগ।৯ শতাংশ করে। আর কত নীচে নামবে আমাদের বিবেচনা বোধ?এসব অসভ্যতা দ্রুত বন্ধ হোক। সুজন চক্রবর্তী এই টুইট ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। এর পরেই বিতর্ক দানা বেধেছে।

এবিষয়ে কলকাতা ২৪×৭ কে সুজন চক্রবর্তী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এমনকি বেকার যুবক পরীক্ষা দেবে চাকরির জন্য সে ফর্ম ফিল আপ করবে পরীক্ষার ফি তার জিএসটি? ৮০০ টাকা পরীক্ষার ফি। ১৪৪ টাকা জিএসটি। ৯ শতাংশ রাজ্যের, ৯ শতাংশ কেন্দ্রের৷ পরীক্ষার ফর্ম, তার ওপরেও জিএসটি? কোথায় যাচ্ছি আমরা? খাদ্য পণ্য তার ওপরেও জিএসটি৷ ওষুধ তার ওপর লাফিয়ে লাফিয়ে জিএসটি৷ মানুষ যাবেটা কোথায়? কি চাইছে দিল্লি ওয়ালারা? আচ্ছে দিনটা কাদের?

জিএসটি বৃদ্ধি হলেও এদিকে কমছে টাকার মূল্য৷ এবিষয়েও কেন্দ্রকে আক্রমণ করেন সিপিআইএম নেতা৷ সুজন চক্রবর্তী বলেন, যখন নরেন্দ্র মোদীর সরকার আসে তখন এক ডলারের মূল্য ছিল ৫৮ টাকা৷ যেটা এখন বেড়ে হয়েছে ৮০ টাকা। মাঝখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিথ্যে কথা বললেন৷ তার ভাবটা হচ্ছে যেন যুদ্ধের জন্য বেড়ে গেছে। এটা ভুল৷ এই ইউক্রেন, রাশিয়া গল্পের আগেই ডলারের দাম ৫৮ টাকা থেকে ৭৭ টাকা হয়েছে৷ ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এটা রেকর্ড। মানুষের সমস্যার দিকে এদের মাথাব্যাথা নেই৷ ওদের মতো করে সরকার চললেই হবে৷