Sujan Chakraborty: রাজ্যপাল সংবাদ শিরোনামে থাকতে চান, ব্রাত্য প্রসঙ্গে বললেন সুজন

লোকসভা ভোটের মুখে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণ করার নির্দেশ দেন তিনি। সম্প্রতি মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি সাংগঠনিক সভাকে ঘিরে এই…

Sujan Chakraborty

লোকসভা ভোটের মুখে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণ করার নির্দেশ দেন তিনি। সম্প্রতি মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি সাংগঠনিক সভাকে ঘিরে এই সংঘাতের সূত্রপাত। রাজ্যপালের দাবি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই সভায় উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য পোষণ করেছেন। গোটা ঘটনার নিন্দা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

তিনি বলেন, ‘রাজ্যপাল বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, এটা রাজ্যপালের কাজের মধ্যে পড়ে তো শুনিনি। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপাল নিজের চোখে দেখেছেন কীভাবে ভোট লুট করা হয়েছিল এবং সংবিধানকে ধ্বংস করা হয়েছিল। কোনও অ্যাকশন তো নিতে দেখিনি রাজ্যপালকে। নির্বাচন কমিশনকে অ্যাসাইন করেছিলেন এই রাজ্যপাল। তারপর রাস্তায় বাজেরে ঘুরে বেড়িয়ে বললেন আমি সব দেখছি। তারপর কিছুই দেখতে পেলেন না ভোট লুট হয়ে গেল। শিবু শাহজাহানরা সব ভোট লুট করল।’

তিনি আরও বলেন, ‘রাজ্যপাল হঠাৎ হঠাৎ এমন কিছু করেন যাতে সংবাদ শিরোনামে থাকা যায়। এবং আমরা তৃণমূলকেও দেখেছি জগদীপ ধনকরের সঙ্গে রোজ ঝগড়া তারপর ধনকরকে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করা হয়েছিল। রাজ্যপাল-রাজ্যের এই সংঘাতটা ভালো না। তৃণমূল সর্বনাশ করেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই। তার জন্য যদি কিছু করার থাকে তাহলে সরকারকে রিপোর্ট করা উচিৎ। রিপোর্ট পাঠানোটা রাজ্যপালের কাজের মধ্যে পড়ে।’

সুজনের কথায়, ‘উনি একটা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন। আজকে এক রকম বলবেন বলবেন, আজ বাদে কাল দেখা যাবে সেই শিক্ষামন্ত্রীকে ডেকেই তার ভূয়সী প্রশংসা করবেন। রাজ্যপাল পদটাকে একটা ছেলেমানুষির জায়গায় নিয়ে এসেছেন। এটা কখনওই চলতে পারে না। আর ছেলে মানুষী করা রাজ্যপাল থাকলে তৃণমূল সরকার অত্যন্ত খুশি হয়।’