গত এক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার (Local Train) খবর সামনে এসেছে। এই আবহে রবিবার দুপুরে আবার একটা বড় অঘটনের হাত থেকে রক্ষা পেল রেল। রেল সূত্রে খবর, ট্রেনের প্যান্টোগ্রাফে থেকে আচমকা আগুনের ফুলকি দেখতে পেয়ে যাত্রীরা ছুটোছুটি শুরু করে দেয়। হাওড়া-বর্ধমান মেইন লাইনের বৈদ্যবাটি স্টেশনে ট্রেনের প্যান্টোগ্রাফে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মোহনবাগানে প্রথমবার যোগ দেওয়ার গল্প শোনালেন সুনীল
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, ৩৭২৪৮ ডাউন ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়েছিল। এরপর হাওড়ায় পৌঁছনর আগেই বৈদ্যবাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে যাত্রীরা দেখতে পান যে প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এরপর যাত্রীরা চিৎকার শুরু করে দেন। এক নম্বর প্লাটফর্মে ট্রেনটি ছিল। এদিকে রবিবার ট্রেনটিতে যাত্রী সেভাবে ছিল না। তবে দ্রুত অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীদের মধ্য়ে প্রবল আতঙ্ক ছড়ায়। ট্রেনটি আধ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়েছিল। তবে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ।
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট ঘোষণা রেলের
এই ঘটনা ঘটার পরেই যাত্রীদের একাংশ রেলের সুরক্ষার বিষয়ে ক্ষোভ উগড়ে দেন। তবে ঠিক কী বিষয়ে এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল, সেতা নিয়ে রেল এখনও সঠিক করে কিছু জানায়নি। যান্ত্রিক কোনও ত্রুটি থেকে এটা হয়েছিল কি না সেটা দেখা হচ্ছে। প্রসঙ্গত মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই অর্থাৎ গত জুন এবং জুলাই মাসে ভারতে একাধিক রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। বারবার দুর্ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।