Birbhum: ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

আবারও একবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী। সোমবার হোস্টেল খোলা সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অভিযোগ, এদিন পাঠ ভবনের গেট টপকে বিশ্বভারতী…

আবারও একবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী। সোমবার হোস্টেল খোলা সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

অভিযোগ, এদিন পাঠ ভবনের গেট টপকে বিশ্বভারতী চত্বরে ঢুকে পড়ে পড়ুয়ারা। বিক্ষোভকারীরা জোর করে ক্লাস বন্ধ করে দেন। তাঁরা সঙ্গীত ভবনেও তালা লাগিয়ে দিয়েছেন। এর পাশাপাশি শিক্ষা ভবনের একাধিক দফতরেও উত্তেজিত পড়ুয়ারা তালা লাগিয়ে দেন। চিনা ভবন-সহ বিশ্বভারতীয় সব ভবনের পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়। রেজিস্ট্রারের অফিসে ঢুকে দেখানো হয় বিক্ষোভ। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা বিশ্বভারতী চত্বরে ভাঙচুর চালিয়েছেন।

   


বিক্ষোভকারীদের দাবি, হোস্টেল খুলতে হবে, অনলাইনে পড়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, অবিলম্বে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে। পড়ুয়াদের তরফে আগেই বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই উদ্দেশ্যেই আজ সকাল থেকে ক্য়াম্পাসে জড়ো হয় পড়ুয়ারা।