SSC Scam: গুঞ্জন চলছে বিতর্ক এড়াতে পরেশের মন্ত্রীত্ব কাড়বেন মুখ্যমন্ত্রী মমতা

পরিস্থিতি বলে দিচ্ছে এসএসসি দুর্নীতি (SSC scam) মামলায় বিপাকে পড়ে গিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। তিনি জলপাইগুড়ি থেকে কলকাতা আসার আগে কেন…

State Minister for Education Paresh Adhikari can be removed by Chief Minister Mama Banerjee

পরিস্থিতি বলে দিচ্ছে এসএসসি দুর্নীতি (SSC scam) মামলায় বিপাকে পড়ে গিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। তিনি জলপাইগুড়ি থেকে কলকাতা আসার আগে কেন পদাতিক এক্সপ্রেস থেকে কন্যা সহ পালিয়ে গেছিলেন তা নিয়ে রাজ্য সরগরম। বুধবার ভোরে বর্ধমান জংশনে নেমে পড়েন পরেশ অধিকারী। মনে করা হচ্ছে শিয়ালদহ স্টেশনে সাংবাদিকদের এড়াতে তিনি এমন পথ নেন। পরেশ অধিকারীর সঙ্গে তাঁর কন্যা অঙ্কিতা ছিলেন। মূলত তাঁর চাকরি নিয়েই বিতর্ক।

এএসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ফেঁসে যাওয়া পরেশ অধিকারীর মন্ত্রীত্ব কাড়বেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তীব্র আলোচনা। কারণ, পরেশ অধিকারীকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির বক্তব্য, এটা আদালতের কোনও নির্দেশ নয়। যাতে মন্ত্রিসভায় স্বচ্ছতা থাকে সেজন্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করছেন তিনি।
হাইকোর্ট মন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করতে সিবিআইকে নির্দেশ দেয়। আর মন্ত্রী জানান, তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে ডিভিশন বেঞ্চে আবেদন করবেন। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, হাইকোর্টের নির্দেশ তো ডিভিশন বেঞ্চে আটকে যাবে। সেই মতো তাঁর আইনজীবীরা যুক্তি সাজাচ্ছেন।

অভিযোগ, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। মামলাকারী ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। কিন্তু তিনি কেন চাকরি পেলেন না। সেখান থেকেই প্রশ্ন ওঠে। সেইসঙ্গে ব্বিতার পার্সোনালিটি টেস্টের নম্বর ৮ হলেও অঙ্কিতার কোনও তথ্য নেই। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নিয়োগে দুর্নীতি হয়েছে।

হাইকোর্টের নির্দেশে সিবিআই জেরা করার জন্য তৈরি হয় মঙ্গলবার। তবে মন্ত্রী ছিলেন কোচবিহারে। মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ি রোড হয়ে রাতে কলকাতা ফেরার ট্রেন ধরেন। মাঝপথে তাঁর উধাও হয়ে যাওয়ায় বিতর্ক বাড়ল।