পরিবেশের সুরক্ষার কথা ভেবে দেশের প্রতিটি রাজ্যের সরকারই নানান ধরনের উদ্যোগ নিচ্ছে। কোথাও ব্যাটারি চালিত গাড়ি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে, তো কোথাও আবার সিএনজি চালিত গাড়ি ব্যবহারের দিকে জোর দেওয়া হচ্ছে।
অর্থাৎ জ্বালানিকে দূরে সরিয়ে কিভাবে স্বাচ্ছন্দে জীবন কাটানো যায় তার দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। আর তারই মধ্যে পশ্চিমবঙ্গের সরকার এবার ১৫ বছরের পুরোনো দশ লক্ষ গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিল। জানা গিয়েছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’-এর নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই এই বিষয়ে পদক্ষেপ করা শুরু করবে দফতর।
মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের নোটিশ পাঠাবে পরিবহণ দফতর। তিন দফায় রাজ্য জুড়ে প্রায় ১০ লক্ষের বেশি গাড়ি বাতিলের কাজ করবে পরিবহণ দফতর। জানা গিয়েছে, প্রথমে নোটিশ দিয়ে বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের মে-জুন মাস জুড়ে চলা শুনানিতে অংশ নিতে বলা হবে। সেই শুনানিতে গাড়ি মালিকদের সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় না নামানোর অনুরোধ জানাবেন আধিকারিকরা। তার পরই শুরু হবে সরকারি খাতায় গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করে ভেঙে ফেলার প্রক্রিয়া।
আগামী দু’মাসে শুনানি প্রক্রিয়া শেষ হলে, ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করবে রাজ্য সরকার। তবে বাতিল হয়ে যাওয়া গাড়ি চালানোর জন্য বিকল্প পদ্ধতিও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যে দূষণ কমাতে পরিবেশবান্ধব সিএনজি এবং বিদ্যুত্ চালিত গাড়িগুলিকে পরিবহণ দফতর অগ্রাধিকার দিচ্ছে। তাই কোনও ব্যক্তি নিজের গাড়ি সিএনজি কিংবা বিদ্যুত্ চালিত করে নিতে চাইলে তাঁকে সেই গাড়ির চরিত্র বদল করে চালানোর অনুমতি দেওয়া হবে।