Falguni Patra: বিজেপি ছেড়ে তৃণমূলের পথে লড়াকু নেত্রী ফাল্গুনী পাত্র!

BJP Mahila Morcha President Falguni Patra

দলবদল করতে চলেছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র (Falguni Patra)। এমনই খবর মিলছে সূত্র মারফত। তৃণমূলে নাম লেখাতে পারেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী (State BJP Mahila Morcha Presiden)।

পদ্মের পুরোনো সৈনিক। দুর্দিনে লড়াই করেছেন। সেই ফাল্গুনী পাত্র কেন দলবদল করবেন? এর বড় কারণ অর্জুন সিং। বারাকপুর কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করছে তা একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, পদ্মের প্রার্থী তালিকায় অর্জুনের নাম ঘোষণা হলেই ঘাসফুলে নাম লেখাবেন ফাল্গুনী।

   

তৃণমূল ত্যাগের পর বারবার পার্থ ভৌমিককে আক্রমণ করেছেন অর্জুন সিং। পালটা ফাল্গুনীর আবেগকে অস্ত্র করেছেন পার্থ ভৌমিক। ২০২১ সালের বিধানসভা ভোটে নৈহাটির বিজেপি প্রার্থী ছিলেন ফাল্গুনী পাত্র। তাঁকে পার্থ ভৌমিকের কাছে হারতে হয়। সেই প্রতিদ্বন্দ্বীর গলায় ফাল্গুনীর প্রশংসায় তাঁর তৃণমূল যোগের জল্পনা জোরাল হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ফাল্গুনীর দলবদল বিজেপির কাছে বড় ধাক্কা। লোকসভা ভোটে এর বড় প্রভাব পড়তে পারে। সূত্রের খবর, ফাল্গুনী পাত্রর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁকে নৈহাটির বিধায়ক করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ফাল্গুনী পাত্র। তবে অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে উষ্মা প্রকাশ করেন। দলের কর্মীদের আবেগের কথাও শোনা গিয়েছে ফাল্গুনী পাত্রর গলায়

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন