RFDL: এবার বিনামূল্যে মিলবে ডেভলপমেন্ট লিগের ডার্বি টিকিট, কোথায়?

মাত্র কিছু ঘন্টা। তারপরেই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) ডার্বি। যেখানে মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এখন এই ম্যাচের দিকেই…

Emami East Bengal and Mohun Bagan

মাত্র কিছু ঘন্টা। তারপরেই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) ডার্বি। যেখানে মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। বলাবাহুল্য, শেষ মরশুমের পর এই ডেভলপমেন্ট লিগের মরশুমে ও অনবদ্য ছন্দে রয়েছে মশাল ব্রিগেড।‌

প্রথমদিকে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে নিজেদের ছন্দে ফিরে আসে লাল-হলুদ ব্রিগেড। তারা পরাজিত করে ওডিশা এফসি থেকে শুরু করে কালীঘাট মিলন সংঘের মতো দলকে। একইভাবে ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। এবার ডার্বি লড়াই।‌ কিন্তু কোথায় মিলবে ম্যাচের টিকিট?

   

নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুরে বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। এই ম্যাচে জয় পেলে এবারের ইস্টজোনের কোয়ালিফায়ারে অনেকটাই এগিয়ে যাবে দল। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে চাইছে দুই শিবির। কিন্তু টিকিট নিয়ে প্রথম থেকেই দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সামনে এসেছে নয়া তথ্য।

সেই অনুযায়ী গতবারের মতো এবার ও এই ম্যাচ দেখার জন্য লাগছে না কোনো অর্থ। বলতে গেলে বিনামূল্যে দেখা যাবে এই ফুটবল ম্যাচ। তবে এক্ষেত্রে দর্শকদের আগে যাওয়ার ভিত্তিতে মিলবে ম্যাচের টিকিট। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ ম্যাচের কিছু ঘন্টা আগে থেকেই একমাত্র দেওয়া হবে টিকিট।

বলাবাহুল্য, এবারের এই লিগের শুরুটা খুব একটা মধুর না থাকলেও বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে দুই প্রধান। তাই এই ম্যাচে যে কেউ কাওকে এক ইঞ্চি ও ছেড়ে দেবে না তা বলাই চলে। শেষ পর্যন্ত কাদের আসে জয়, এখন সেদিকেই নজর সকলের।