SSC Scam: নিয়োগ দুর্নীতির টাকা বলিউডে ব্যবহার করেছেন তৃণমূল নেতা!

140
SSC Scam: TMC leader used recruitment corruption money in Bollywood
Advertisements

শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সহ ৬ জনকে গ্রেফতার করেছে সিবিআই (SSC Scam)। সেই তালিকায় রয়েছে হুগলি জেলা তৃণমুলের (TMC) প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমাম। সে আরামবাগের দাপুটে নেতা বলেও পরিচিত। যদিও এলাকায় সবাই তাঁকে শুভম বলেই চেনে। শাহিদ ইমাম পেশায় শিক্ষক৷ কিন্তু তাঁর বিনিয়োগ রয়েছে বলিউডেও (Bollywood)। কী করে এত বিপুল টাকার মালিক হল সে? সন্দেহ হতেই গ্রেফতার করেছে সিবিআই।

জানা গেছে, তৃণমূলের সঙ্গে পারিবারিক যোগ রয়েছে শাহিদের। এর তাঁর বাবা বাম আমলে তৃণমূলের টিকিটে লোকসভা ও বিধানসভার প্রার্থী হয়েছিলেন। একটা সময় আরামবাগের মুথাডাঙা এলাকায় একটি ওষুধের দোকান চালাত সে৷ পরে উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পায়।

Advertisements

এরই মধ্যে রমরমিয়ে সম্পত্তি বেড়েছে তাঁর। আরামবাগে বিলাসবহুল বাড়ি রয়েছে শাহিদের। একইসঙ্গে কলকাতাতেও ফ্ল্যাট রয়েছে। এমনকি মুম্বইতেও তাঁর ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করেছে সে। একাধিক মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে৷ সেখানে শুভম নামেও তাঁর আত্মপ্রপকাশ হয়েছে।

Advertisements

শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডলের পাশাপাশি আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। সেই তালিকায় ছিল শাহিদ। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করা হয়৷ আদালতে পেশ করা হলে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷

Advertisements