Tripura Election 2023: ভোটের পর হামলায় রক্তাক্ত ত্রিপুরা, বিজেপি-সিপিআইএম সংঘর্ষ

আশঙ্কা ছিল ভোটের দিন (Tripura Election 2023) রক্তাক্ত পরিস্থিতি হবে। তবে সেই ছবি দেখা যাচ্ছে ভোট হয়ে যাওয়ার পর। বৃহস্পতিবার ভোট শেষের পর থেকে যে হামলা চলেছে তা থামার লক্ষণ নেই।

Tripura Election 2023

আশঙ্কা ছিল ভোটের দিন (Tripura Election 2023) রক্তাক্ত পরিস্থিতি হবে। তবে সেই ছবি দেখা যাচ্ছে ভোট হয়ে যাওয়ার পর। বৃহস্পতিবার ভোট শেষের পর থেকে যে হামলা চলেছে তা থামার লক্ষণ নেই। দুষ্কৃতিদের হামলায় জখম পুলিশকর্মী, আধা সেনা জওয়ানরা। আর সাধারণ মানুষ চরম আতঙ্কে। অভিযোগ শাসক বিজেপির আশ্রিত গুণ্ডাবাহিনী লাগাতার হামলা চালাচ্ছে। ভোট দিতে না যাওয়ার ফরমান না মানায় আক্রান্ত জনতা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পরিস্থিতি অগ্নিগর্ভ কুমারঘাটে। কংগ্রেস কার্যালয়ে আগুন ধরানো হয়। একের পর এক বিধানসভা থেকে হামলার খবর আসছে। মুখ্যমন্ত্রীই ড. মানিক সাহার দাবি, সিপিআইএম ও কংগ্রেসের গুণ্ডারা হামলা করছে। তিনি হাসপাতালে গিয়ে আহত বিজেপি সমর্থকদের দেখে আসেন। সংঘর্ষে জখম বাম সমর্থকদের সাথে হাসপাতাল গিয়ে দেখা করেন বিরোঘী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, সতর্কতার সাথে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজ্যবাসী গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছেন। এতেই বিজেপি আতঙ্কিত।

ইভিএম লুঠের চেষ্টা, বিএসএফ জওয়ানদের ঘেরাও, পুলিশ কর্মীদের উপর হামলা, বোমাবাজি চলছে ত্রিপুরায়। ভোট মিটতেই সংঘর্ষ প্রবল আকার নিয়েছে। শাসক বিজেপি ও বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস দুই শিবির পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।