SSC Scam: বাংলার চাকরি চুরির টাকায় বলিউডি রাখির সঙ্গে অভিনয় করে গ্রেফতার শাহিদ

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) নয়া মোড়৷ পেশায় তিনি শিক্ষক। অথচ, টলিউড এবং বলিউডে তাঁর বিনিয়োগের কথা এখন প্রকাশ্যে। সেই শাহিদ ইমাম (Shahid Imam) ওরফে মহারাজকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই।

Shahid Imam arrested for acting with Rakhi Sawant

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) নয়া মোড়৷ পেশায় তিনি শিক্ষক। অথচ, টলিউড এবং বলিউডে তাঁর বিনিয়োগের কথা এখন প্রকাশ্যে। সেই শাহিদ ইমাম (Shahid Imam) ওরফে মহারাজকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে শুক্রবার যাদের গ্রেফতার করেছে সিবিআই, তাঁদের মধ্যে অন্যতম এই ব্যক্তি। রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গেছে তাঁকে।

সিবিআই সূত্রে খবর, পারিবারিক সূত্রে তৃণমূলের সঙ্গে যোগ ছিল শাহিদের। এর আগে দুই বার বিধায়ক এবং সাংসদ পদে প্রার্থী হয়েছিলেন তাঁর বাবা। পরে তৃণমূলের হয়ে সরাসরি কাজ করতে দেখা গিয়েছিল আরামবাগের প্রভাবশালী নেতাকেও। কয়েক বছর আগে হাওড়ার এক প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি অভিনয়ের দিকে ঝোঁক ছিল তাঁর।

জানা গেছে, কয়েক বছর ধরে মুম্বইয়ে যাতায়ত বেড়েছিল তাঁর। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মিউজিক ভিডিও করেছিল শাহিদ ইমাম। টলিউড এবং বলিউডে আসল নাম ব্যবহার করেননি শাহিদ। শুভম নামেই পরিচিতি ছিল তাঁর। বছর খানেক আগে খালি কা টেনশন নামের একটি মিউজিক ভিডিওতে রাখি সাওয়ান্তের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

শিক্ষকতার পাশাপাশি রমরমিয়ে সম্পত্তি বেড়েছে শাহিদের। আরামবাগে বিলাসবহুল বাড়ি রয়েছে শাহিদের। একইসঙ্গে কলকাতাতেও ফ্ল্যাট রয়েছে। এমনকি মুম্বইতেও তাঁর ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। প্রতিবেশীরা জানান, সম্প্রতি বেশির ভাগ সময়ই মুম্বইতে থাকতেন শাহিদ ইমাম। সেখানে তাঁর ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়। তবে তাঁর গ্রেফতারির খবরে অবাক হয়েছেন অনেকেই।