Adhir Chowdhury: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগ, অধীরের বিস্ফোরক ইঙ্গিত

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ বিহার থেতে মালদায় ঢোকার ঠিক মুহূর্তে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনায় দেশ…

Adhir Ranjan Chowdhury

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ বিহার থেতে মালদায় ঢোকার ঠিক মুহূর্তে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনায় দেশ আলোড়িত। কে অভিযুক্ত? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, Adhir Chowdhury: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগ, অধীরের বিস্ফোরক ইঙ্গিত ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’

অধীর যখন অভিযোগ করছেন ঠিক সেই মুহূর্তে মালদায় সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা। যদিও এ রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা নেই বলেই মমতা আগেই বলেছেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে রাজনৈতিক হাওয়া গরম। রাহুল এদিন বিহারের কাটিহার থেকে মালদায় আসেন।

বুধবার বাংলা বিহার সীমান্তে অঘটনের মুখে পড়েন রাহুল গান্ধী। কাটিহার এলাকা দিয়ে যাচ্ছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যখন আচমকা গাড়িতে হামলা চালানো হয়। হামলার জেরে ভেঙে যায় রাহুল গান্ধীর গাড়ির কাচ। গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে যায়। গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “বুঝে নিন কে ভেঙেছেন, যাঁরা ভাঙার, তাঁরাই ভেঙেছেন। বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। আমরা কাউকে অবজ্ঞা করি না অতিথি আপ্পায়নের ক্ষেত্রে। প্রতি পদে হামলা হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে এটা। তাঁকে সভা করতে না দেওয়া, বলতে না দেওয়া-যত রকমের বিরোধিতা করা সম্ভব সব হচ্ছে।” তবে কীভাবে ভাঙল, এই সম্পর্কে অধীর বলেন, “আমি কীভাবে বলব, আমি তো গাড়ির মধ্যে বসে ছিলাম।”

বুধবার সকালে ন্যায় যাত্রা যখন বাংলা বিহার সীমান্তের কাটিহারে যখন পৌঁছায়, তখনই তখনই রাহুল গান্ধীর গাড়িতে উড়ে এসে পড়ে পাথরের চাঁই। গাড়িতে রাহুল গান্ধীর পাশেই ছিলেন অধীর চৌধুরী। প্রশাসনের অসহযোগিতা নিয়ে সরব হন তিনি। তবে নির্দিষ্ট করে কারোর নাম না করে অধীর বলেন, ‘বুঝে নিন, কে করতে পারেন!’