প্রবল চাপের মুখে মমতার মন্ত্রিসভা থেকে পার্থ অপসারিত

মুখ খুলবেন পার্থ। ইঙ্গিত দিলেন সুজন

partha,money

মন্ত্রীপদ পার্থ চট্টোপাধ্যায় এখন প্রাক্তন। তিনি অপসারিত। মাত্র ১৫ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম সহযোগীকে সরিয়ে দিলেন মন্ত্রিসভা থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়ার ৬ দিন অপসারিত করা হল পার্থকে।

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন পার্থর দফতর দেখবেন তিনি। নতুন মন্ত্রিসভা না গঠিত হওয়া অবধি শিল্প দফতর  সামলাবেন তিনিই। 

   

মন্ত্রিসভা থেকে বহিষ্কারের পর পার্থ কি মুখ খুলবেন?  ইঙ্গিত দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী

আরও পড়ুন: SSC Scam: এবার পার্থ বলবে সব ভাইপো জানে , মমতাকে নিশানা সুজনের

এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার বিভিন্ন ডেরা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে সেসব জমা থাকত। এই তদন্ত নিয়ে প্রবল চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে। পার্থকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হন মুখপাত্র কুণাল ঘোষ। এর পর বৈঠক থেকে সিদ্ধান্ত হয় তাকে অপসারিত করার।

প্রবল চাপের মুখে মমতার মন্ত্রিসভা থেকে পার্থ অপসারিত

এ যেন মদন মিত্রের পুনরাবৃত্তি। সারদা কাণ্ডে মদন মিত্রকে গ্রেফতার করার পরে তাঁর জামিন পেতে অন্তরায় হচ্ছিল প্রভাবশালী তকমা। মদনকে প্রথমে মন্ত্রিত্ব থেকে সরানো হয়। পরে দলের সব পদ থেকে। যদিও পরবর্তীকালে জেলে বসেই নির্বাচন লড়েছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন