এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিস মিলছে। জেরার মুখে ধৃত ‘বান্ধবী’ অর্পিতা কবুল করেছে, হুগলিতে তাদের বিশেষ সময় কাটানোর বিষয়। তদন্তে উঠে এসেছে, অর্পিতা মুখার্জির মামার বাড়ি জাঙ্গিপাড়ায় পার্থ ও অর্পিতা মাঝে মধ্যে থাকতেন!
অর্পিতার মামার বাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে প্রতিবেশিদের বেড়া ভাঙতে চেয়েছিল অর্পিতা। আরও অভিযোগ যোগ্যতা না থাকলেও মামার ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছে অর্পিতা।
জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশ পঞ্চায়েতের অন্তর্গত মথুরাবাটি গ্রামে মামাবাড়ি অর্পিতার। সেখান থেকে অল্প দূরে একটি বাড়ির মালিক অর্পিতা। গ্রামের বাসিন্দারা বলছেন, মন্ত্রী আসার আগে পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যেত গোটা গ্রাম। মানুষের চলা দায় হয়ে দাঁড়িয়েছিল।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গাড়ি নিয়ে যাওয়ার জন্য বেড়া ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল অর্পিতা। ন তিনি। অভিযোগ মামার বাড়ির চৌহদ্দির বাইরে গোটা গ্রামটিকে কিনে নিতে চেয়েছিল অর্পিতা। যে কোনও জমি নিজেদের বলে দাবি করত। তার মামাতো ভাই অর্পিতার কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানাচ্ছেন অনেকেই।
গত শুক্রবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ২২ কোটির অধিক টাকা পেয়েছে ইডি। এইসঙ্গে পাওয়া গেছে ৮০ লক্ষ টাকার সোনার গয়না, বিদেশি মুদ্রা। এত অঙ্কের সম্পত্তির উদ্ধার দেখে চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই দুই জনকে হেফাজতে নিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। আর কলকাতায় জেরা চলছে অর্পিতার।