SSC Scam: সিবিআই তদন্ত চলছে, বিদেশ সফর বাতিল ব্রাত্যর

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জেরা চলছে। বিতর্কিত পরিস্থিতি। বিব্রত তৃণমূল…

Bratya Basu

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জেরা চলছে। বিতর্কিত পরিস্থিতি। বিব্রত তৃণমূল কংগ্রেস সরকার। এই পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং শিক্ষা সচিন মনীশ জৈন।

Advertisements

আগামী সপ্তাহেই লন্ডনে ইংল্যান্ড সরকারের একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষা দফতরের বিনিয়োগ নিয়ে লন্ডনের ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। বিতর্ক এড়াতে সেই সফর বাতিল করা হয়েছে।

   

কারণ, স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। আদালতের নির্দেশে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে আচার্য সদনে। বারবার জেরার মুখে পড়তে হচ্ছে প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীদের। তাই বিদেশ সফরসুচি বাতিল করেছেন শিক্ষামন্ত্রী।