শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গেল SSC

নবম-দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ফের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ রাজ্য স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, সোমবার বিচারপতি অভিজিৎ…

ssc high

নবম-দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ফের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ রাজ্য স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে এসএসসি। এদিকে মামলা গ্রহণ করলো ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করবে। সেই কমিটি ২০১৯ সালে রাজ্য সরকার গঠিত কমিটি বিরুদ্ধে তদন্ত করবেন এবং ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই। শুক্রবার রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিচারপতি সৌমেনের ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি ডিভিশন বেঞ্চ ।

সোমবার সকালেই ফের ডিভিশন বেঞ্চে এসএসসি সিঙ্গল বেঞ্চের উপর অন্তর্বর্তীকালীন আবেদন জানান। আগামীকাল মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। ১ নভেম্বর ২০১৯ সালে রাজ্য সরকারের গঠিত পাঁচ সদস্যের কমিটির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নবম-দশম শ্রেণীর এস এল নিয়োগে দুর্নীতি করা হয়েছে কে বা কারা এই দুর্নীতির সাথে যুক্ত তা অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ কেউই রেকমেন্ডেশন লেটার দিয়েছেন বলে স্বীকার করেননি তাহলে কিভাবে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হলো কারা কারা চাকরি দিয়ে লাভবান হয়েছেন সেটা অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।