Tapas Roy: উত্তরে বিজেপির টিকিটে লড়তে পারেন তাপস, জল্পনা জিইয়ে রাখলেন

“রাজনীতি রাজনীতির পথেই চলবে, এখন আমি মুক্ত” । এদিন স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক তাপস রায়…

Tapas Roy Contemplated to Contest on BJP Ticket in Kolkata North

“রাজনীতি রাজনীতির পথেই চলবে, এখন আমি মুক্ত” । এদিন স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক তাপস রায় (Tapas Roy)। তবে তিনি কোন দলে যোগ দিচ্ছেন তা এখনই স্পষ্ট করে বলতে চাননি। যদিও তৃণমূল ত্যাগ করতেই জল্পনা শুরু হয়েছে, তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন।

পাশাপাশি, লোকসভা ভোটে তিনি উত্তর কলকাতা থেকে বিজেপির টিকিটে লড়বেন এমন কথাও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের আনাচে কানাচে। যেহেতু তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তাপস। অতি উৎসাহীরা বলছেন, সুদীপের বিরুদ্ধেই নাকি পার্থী হতে পারেন ‘বিদ্রোহী ‘ তাপস রায়।

বেশ কিছুদিন যাবৎ উত্তর কলকাতার রাজনীতিতে ডামাডোল। কুণাল ঘোষ দলের সব পদ ছাড়লেন। তাপস রায় ও সর্বসমক্ষে জানিয়ে দিয়েছিলেন, সুদীপ ব্যানার্জিকে প্রার্থী করলে তিনি ভোট প্রচার করবেন না। এবার তো আরও একধাপ এগিয়ে দলত্যাগী হলেন তাপস রায়।

তাপসের দলত্যাগ রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি করেছে। এদিকে বিজেপির দিলীপ ঘোষ তাপসের দলত্যাগে, তৃণমূলের শেষের শুরু দেখছেন। বিজেপির অনেক নেতাই ইতিমধ্যে তাপস রায়ের এই সিদ্ধান্তের প্রসংশা করেছেন। তাতে স্বাভাবিকভাবেই তাপসের বিজেপিতে যোগদানের পাল্লাই ভারী মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।