Uttar Dinajpur: গলা কেটে খুন, নিহতের স্ত্রীর দাবি চোর এসেছিল

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক যুবককে খুনের অভিযোগ তীব্র চাঞ্চল্য এলাকায়। বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। ঘটনায় ৩ জন কে আটক…

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক যুবককে খুনের অভিযোগ তীব্র চাঞ্চল্য এলাকায়। বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। ঘটনায় ৩ জন কে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। মৃত যুবকের নাম অভিজিৎ তরফদার। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের নেতাজিপল্লিতে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হানা দেয়। এরপর ধারাল অস্ত্র দিয়েই গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে পাশের ঘর থেকে বেরিয়ে আসেন অভিজিতের মা প্রতিমা তরফদার। এরপর তাঁকেও দুষ্কৃতীদল আঘাত করে বলে অভিযোগ। মৃতের মায়ের কানে, হাতে লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। অভিজিতের মা জানিয়েছেন যে বাড়ির ৩টি দরজা রয়েছে। সেগুলি খুলে কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। অভিজিতের মায়ের দাবি ঘরের চাবি যেখানে থাকার, সেখানেই রয়েছে। এই ঘটনায় কারও হাত আছে বলেই মনে করছেন তিনি। ছেলেকে হারিয়ে হাসপাতালের বিছানায় শুয়েই বারবার চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।

বাড়ির নীচের তলার এক ভাড়াটে বলেন, “পৌনে ৩টে নাগাদ উপর থেকে চিৎকার শুনি, চোর এসেছে বলে। এরপর সকলে মিলে ছুটে উপরে যাই। গিয়ে দেখি ছেলেটা পড়ে আছে। গলা কাটা, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। এরপর পুলিশও আসে।” এরপর রাত ৩ নাগাদ পুলিশ আসে এবং নিহতের স্ত্রীকে নিয়ে যায়। সঙ্গে আরও দু’জনকে আটক করা হয়েছে বলে খবর। ভাড়াটেরা জানান যে নিহতের স্ত্রী চিৎকার করে বারবার বলছিলেন, ঘরে চোর এসেছে। ওনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে। তবে একবারও বলেননি ওনার স্বামীকে খুন করা হয়েছে।

কোন অভিযোগ দায়ের না হলেও তবে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবেই ঘটনা খতিয়ে দেখছে বলে খবর। দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।