মতুয়াগড়ে মমতার মিছিল, ভার্চুয়াল বৈঠকে অভিষেক

রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে মতুয়া সমাজের (Matua citizenship) একাংশের ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাঁদের আশঙ্কা এসআইআরের মাধ্যমে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। ঠিক এই উদ্বেগকেই সামনে রেখে আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার মতুয়াগড়ে বৃহৎ মিছিল ও জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত বিশাল মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে সমাবেশ করার কথা তাঁর।

Advertisements

মতুয়াদের একাংশ ইতিমধ্যেই এসআইআরের বিরুদ্ধে পথে নেমেছিলেন। গত মাসেই তাঁরা টানা ১৩ দিন অনশন চালিয়েছিলেন। শেষমেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অনশন প্রত্যাহার করেন মতুয়া নেতারা। রাজনৈতিক মহলের মতে, এই অনশন এবং ক্ষোভের আবহেই মুখ্যমন্ত্রীর এই সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবারের এই মিছিলকে অত্যন্ত জরুরি রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বহু এলাকায় ভোটের সমীকরণ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসআইআর ইস্যুতে যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতেই মুখ্যমন্ত্রী স্বয়ং সামনে আসছেন। তাঁর এই সফর ভোটারদের উদ্দেশে বার্তা দেবে তৃণমূল তাঁদের পাশে রয়েছে।

এদিকে তার আগের দিন, অর্থাৎ সোমবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার নেতৃত্বদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে এসআইআরের দ্বিতীয় ধাপের মাঠপর্যায়ের কাজ কতটা সঠিকভাবে হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে, সংগঠন কোথায় দুর্বল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি উত্তরবঙ্গ ও মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলির রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রাথমিক মূল্যায়ন হবে বলে সূত্রের খবর।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্ক অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। কেন্দ্রীয় নীতি, নাগরিকপঞ্জি ও আইনি পরিবর্তন নিয়ে মতুয়াদের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে, তৃণমূল তা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে। তাই মমতার এই মিছিলকে তারা মনোবল ফেরানোর বড় প্রচেষ্টা বলেই দেখছেন।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন প্রক্রিয়াটি অপরিকল্পিত, বিপজ্জনক এবং মানুষকে আতঙ্কিত করছে। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অসংখ্য ভুল রেকর্ড এবং এক বিএলও-র মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি।

আগামী মঙ্গলবারের মিছিলকে ঘিরে ইতিমধ্যেই মতুয়া অধ্যুষিত এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। পোস্টার, ব্যানার ও ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর সফরের প্রচার শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর তৃণমূলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একদিকে ক্ষুব্ধ ভোটারদের মনোযোগ ফেরানো, অন্যদিকে প্রতিপক্ষের সমালোচনা মোকাবিলা দুটিই সম্ভব হতে পারে।