বাবার হয়ে টিএমসির মঞ্চে ঝলক দিতে পারেন সোনাক্ষী

এবার বাবার হয়ে প্রচারে নামতে পারেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যত সময় এগোচ্ছে ততই আসানসোলে উপনির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এবারে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন ‘কংগ্রেস নেতা’ শত্রুঘ্ন সিনহা! 

Advertisements

ইতিমধ্যে আসানসোলে ‘বিহারী বাবু’র নামে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে, শহরে বেশ কয়েকদিন থাকবেন শত্রুঘ্নকন্যা। এই কথা নিশ্চিত করেছেন খোদ মন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, ‘দলের কর্মীরা তুমুল চাঙ্গা। শত্রুঘ্নর সঙ্গে কথা হয়েছে। বাবার হয়ে প্রচারে আসছেন সোনাক্ষী।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভা উপ-নির্বাচনের জন্য আসানসোল থেকে প্রার্থী করার জন্য মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের ভবিষ্যৎ ধরে রেখেছেন। সারা দেশে ‘খেলা হবে’ সম্প্রসারণের জন্য আমি তার হাতকে আরও শক্তিশালী করব।”

Advertisements

শত্রুঘ্ন বলেন, “খেলা হবে” ছিল গত বছরের বাংলার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধের চিৎকার যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে তৃণমূলকে বিজয়ী হতে দেখেছিল।’

উল্লেখ্য, ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট গণনা হবে এপ্রিলের ১৬ তারিখে।