Wednesday, November 26, 2025
HomeWest BengalDarjeeling: ঘুম সোনাদা টুং পেরিয়ে...১৫ বছরের মধ্যে নজিরভাঙা তুষারপাত দার্জিলিংয়ে

Darjeeling: ঘুম সোনাদা টুং পেরিয়ে…১৫ বছরের মধ্যে নজিরভাঙা তুষারপাত দার্জিলিংয়ে

- Advertisement -

দক্ষিণের আকাশে মেঘের গর্জন। আর উত্তরেও গজরাচ্ছে মেঘ। আরও উত্তরে গুঁড়িগুঁড়ি বরফ পড়ছে। শিলিগুড়ি ছাড়িয়ে পাহাড়ি পথ ধরে ঘুম সোনাদা টুং পেরিয়ে দার্জিলিং অভিমুখে গেলেই তুষার ঢাকা রাস্তা। দুর্ঘটনার সম্ভাবনা।

   

আবহাওয়া দফতর বলছে, দার্জিলিংয়ে তুষারপাত প্রায় দেড় দশকের রেকর্ড ভাঙার দরজায়। ২০০৭ সালে শেষ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার ১৩ দিন তুষারপাত হয়েছিল। এবার ইতিমধ্যে ১১ দিন তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। টানা ১৫ বছরের রেকর্ড ভাঙতে চলেছে।

শুক্রবার ফের বরফের চাদরে ঢাকল দার্জিলিং শহর। জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে বরফ পড়েছে। দার্জিলিংয়ে তুষারপাত যেমন তেমনই সিকিমে তুষারপাত চলছে। লাচুং, লাচেন, ছাঙ্গু লেক বরফে ঢাকা। ঘুমেও পড়েছে বরফ।

বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন দার্জিলিং-এর ঘুম। শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, এখানেই এসে থামে হেরিটেজ টয়ট্রেন । রাস্তার পাশাপাশি টয়ট্রেনের লাইনও বরফে সাদা ঢেকে গিয়েছে।

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

Recent Comments