HomeWest BengalNorth Bengalভোটের সকালে গিলে নিল অজগর! ভয়াবহ মুহূর্ত

ভোটের সকালে গিলে নিল অজগর! ভয়াবহ মুহূর্ত

- Advertisement -

ভোটের সকালে ভয়াল ময়ালের হামলা। এ দৃশ্য দেখে চমকে গেছেন সবাই। পুরো গিলে খেয়ে নিয়েছে। পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের মাঝে এমন ঘটনা ঘটেছে। জেলায় জেলায় চলছে সংঘর্ষ আর খুন। তার মাঝে অজগরের হামলাও হলো।

ঘটনাটি দার্জিলিং জেলার নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের কেস্টপুর নদী লাইনের। প্রথম চোখে পড়ে চা বাগানের লোকজনের। অত বড় ছাগল গিলে পেট ফুলিয়ে বসে রয়েছে অজগর। শুনেছেন অজগর বা ময়াল গিলে খায় সব। তবে চোখের সামনে এমন দৃশ্য দেখেননি স্থানীয়রা আগে কখনও। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রীতিমত আতঙ্কের পরিস্থিতি হয় এলাকায়। ভ্যাবাচ্যাকে খেয়ে যান সকলেই।

   

গপ করে একটি আস্ত ছাগল গিলে নিল বিশাল বড় এক অজগর সাপ।চা বাগানের লোকজন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। খবর পেয়েই বাগডোগরা থেকে ছুঁটে আসেন বনকর্মীরা। এরপর বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। তারপর অজগরটিকে বাগডোগরা সংরক্ষিত বনে ছেড়ে দেন। এমন দৃশ্য দেখে আতঙ্কিত সকলেই!

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular