Transfer window: ইস্ট-মোহনের প্রাক্তন ফুটবলারকে গুরু দায়িত্ব

Transfer window: নিজেকে প্রমাণ করার বড় দায়িত্ব পেলেন কৌশিক সরকার (Kaushik Sarkar)। এক সময় দেশের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার হিসেবে গণ্য করা হতো চুঁচুড়ার কৌশিকের নাম।

Footballer Kaushik Sarkar

Transfer window: নিজেকে প্রমাণ করার বড় দায়িত্ব পেলেন কৌশিক সরকার (Kaushik Sarkar)। এক সময় দেশের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার হিসেবে গণ্য করা হতো চুঁচুড়ার কৌশিকের নাম। আগামী মরসুমের জন্য তার ওপর আস্থা রাখল দিল্লি ফুটবল ক্লাব। দিল্লির দূর্গ সামলানোর দায়িত্বে থাকবেন এই বঙ্গ সন্তান।

চলতি ট্রান্সফার উইন্ডোতে দিল্লি ফুটবল ক্লাব সই করিয়েছে কৌশিক সরকারকে। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে দেশের রাজধানী শহরে এই ফুটবলারের আগমনের কথা। কৌশিক মূলত খেলেন সেন্ট্রাল ব্যাক পজিশনে। অতীতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও তার হাতে এখনও কিছুটা সময় পড়ে রয়েছে। কৌশিকের বয়স মাত্র ২৯ বছর।

পেশাদার ফুটবল এরিয়ারে কলকাতার একাধিক ক্লাবে খেলেছেন এই ডিফেন্ডার। ২০১৩ সাল থেকে শুরু করেছিলেন সিনিয়র ফুটবল কেরিয়ার। কালীঘাট এম এসের হয়ে নজর কেড়েছিলেন। তারপরেই পেয়ে গিয়েছিলেন বড় সুযোগ। কৌশিকের ওপর ভরসা করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদ জার্সিতে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও করেছিলেন একাধিক গোল। পরবর্তীকালে মোহনবাগানে পেয়েছিলেন সুযোগ। সেখানে সেই অর্থে তিনি সুযোগ পাননি। ক্রমে পড়তে শুরু করেছিল কেরিয়ারের গ্রাফ। তবে ক্লাবের অভাব হয়নি কৌশিকের। কারণ তার মধ্যে প্রতিভার কোনো অভাব নেই।

মোহনবাগানের পর খেলেছেন যথাক্রমে পিয়ারলেস, রিয়াল কাশ্মীর, ভবানীপুরের মতো ক্লাবে। এবার যাচ্ছেন দিল্লি। দিল্লি ফুটবল ক্লাবের জার্সি পরে আরও একবার নিজেকে পরীক্ষা করে নিতে পারবেন তিনি। দেশের হয়ে অবশ্য একাধিক গৌরবান্বিত মুহূর্তের সাক্ষী থেকেছেন চুঁচুড়ার এই ছেলেটি। ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়ন এবং ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে পেয়েছিলেন রৌপ্য পদক।