সকাল থেকে শুরু হয়েছে ১০৮টি কেন্দ্রে পুরভোট। একাধিক জায়গা থেকে আসছে ছাপ্পা ভোটের অভিযোগ। সেইসঙ্গে হচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ। এদিকে এদিন ১৫ নং ওয়ার্ডের কাঁথি কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন শিশির অধিকারী। এরপর ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন অধিকারী পরিবারের এই বর্ষীয়ান মানুষটি।
জানা গিয়েছে, রবিবার কাঁথি কলেজের সামনে সৌমেন্দু অধিকারীর গাড়ি পুলিশ আটকায়। সে বিষয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করেন শিশির অধিকারী। তিনি বলেন, এরকম ভোট আমি কোনওদিন দেখিনি। এরা শুধু বুথ দখল করছে। গত ৯ মাস ধরে পুলিশ গণতন্ত্র মেনে কাজ করছে না। আইন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। নন্দিগ্রামে পরাজয়টা মেনে নিতে পারছে না তৃণমূল, সেজন্য এসব অশান্তি করছে। মানুষ বিজেপির পক্ষেই আছে।’ এদিন পুলিশদের উদ্দেশ্যে তাঁকে দেড় পয়সার লোক বলতেও শোনা যায়।
বেলা গড়াতেই কাঁথি পুরসভার ভোটে রিগিং অভিযোগ আসতে শুরু করে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফে দাবি করা হয়, টিএমসি বুথ লু়ঠ করছে। বিভিন্ন বুথের বাইরে বিজেপি সমর্থকরা জড়ো হয়েছে বলে অভিযোগ করে টিএমসি। ভোটের মাঝে আক্রান্ত হন নির্দল প্রার্থী। সিপিআইএম ও কংগ্রেসের দাবি, পুরো কাঁথির ভোট চলছে লুঠ করে।