Santipur: ‘বাড়িতে পুরুষ না থাকলে মেয়েদের হাত ধরে টানাটানি করে তৃণমূল কর্মী’, বিস্ফোরক মন্তব্য নির্যাতিতার

নির্বাচনী আবহে অস্বস্তিতে তৃণমূল! এবার নদিয়ার শান্তিপুরে (Santipur) সন্দেশখালির ছায়া! রাত হলেই বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে৷ এই অভিযোগকে…

woman in santipur

নির্বাচনী আবহে অস্বস্তিতে তৃণমূল! এবার নদিয়ার শান্তিপুরে (Santipur) সন্দেশখালির ছায়া! রাত হলেই বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে৷ এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে৷ গেরুয়া শিবিরের দাবি, শাসকদলের মদতেই রাজ্যের বুকে এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে৷

একদিকে লোকসভা নির্বাচন নিয়ে আদৌ শান্তিপূর্ণভাবে কাটবে কিনা তাই নিয়ে অনেকের কপালেই ভাঁজ৷ অন্যদিকে, এই ভোট-উৎসবের মাঝে এক অন্যরকম আতঙ্কে রাত কাটাচ্ছে শান্তিপুরের (Santipur) মহিলারা৷ শান্তিপুর থানার বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাঁপুর এলাকার ঘটনা এটি৷ স্থানীয় সূত্রে খবর, রাত হলেই ওই অভিযুক্ত তৃণমূল কর্মী প্রদীপ সরকার বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলারা যখন ঘুমিয়ে থাকছে তখন তাদের গায়ে হাত দিচ্ছেন।

প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে জানান এলাকার (Santipur) মহিলারা৷ বাড়িতে পুরুষরা না থাকলেই ওই তৃণমূল কর্মী এমন ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ৷ পুলিশ-প্রশাসনের নীরবতা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে নারী নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে৷

Advertisements

উল্লেখ্য, এর আগে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সঙ্গী-সাথীদের কারণে স্থানীয় মহিলাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল৷ তাঁদের অভিযোগ, ক্ষোভের কথা বর্তমানে প্রায় সর্বজনবিদিত৷ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও ফের কেন সন্দেশখালির ছায়া শান্তিপুরে (Santipur), সেই প্রশ্ন কিন্তু উঠছে৷