হেভিওয়েট তৃ়ণমূল কংগ্রেস নেতা ও শিলিগুড়ির (Siliguri) মেয়র গৌতম দেবের ( Gautam Deb) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর দাবি, গৌতম দেবের কন্যা ডাক্তারি পড়ছে রাজনৈতিক প্রভাবের জোরে।
দিলীপ ঘোষ জানান, শিলিগুড়ির মেয়র প্রভাব খাটিয়ে ২০১৪ সালে তাঁর মেয়ের ডাক্তারী পরিক্ষাতে উত্তীর্ন করতে উদ্যোগ নিয়েছিলেন।ওই সময় পর্যটনমন্ত্রী ছিলেন গৌতম দেব। স্বাভাবিভাবেই সেই সময় তাঁর রাজনৈতিক প্রভাব অনেকটাই বেশি ছিল। দিলীপ ঘোষের অভিযোগ, মন্ত্রী থাকাকালীন গৌতম দেব তাঁর মেয়েকে কলকাতা থেকে ডাক্তারি পরীক্ষায় বসিয়েছিলেন। তার মেয়ে একজন ডাক্তার।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান শুধুমাত্র অভিযোগ জানালেই হবে না, প্রমান নিয়ে আসতে হবে। তিনি যদি সত্যি সত্যি সেই কাজ করেন তবে সব অভিযোগ মাথা পেতে নেবেন। মেয়েকে ডাক্তারি পড়াতে কোনও অবৈধ উপায় গ্রহন করেননি বলে দাবি করেছেন গৌতম দেব। দিলীপ ঘোষের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। বিরোধীরা মেয়রের কাছ থেকে জবাবদিহি চেয়েছেন।