Siliguri: আশঙ্কা মিলিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে হামলা, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

TMC

আশঙ্কা ছিল হামলার। আশঙ্কা মিলিয়ে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ ভোট রক্তাক্ত। হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগম টিএমসি দখল করেছে আগে। পুরনিগমে বামফ্রন্ট পরাজিত হওয়ার পর এবার রাজনৈতিক উত্তাপ মহকুমা পরিষদ ভোট ঘিরে।

দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ। দার্জিলিংয়ে জিটিএ ভোটের পাশাপাশি রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।

   

ভোট শুরুর কিছু আগে ফাঁসিদেওয়া ব্লকে হামলা হয়। হামলায় অভিযুক্ত টিএমসি। আক্রাম্ত নির্দল প্রার্থী। আক্রাম্তরা ভয়ে পালান। তাদের লাঠি, বাঁশ নিয়ে তাড়া করে তৃণমূল বলে অভিযোগ। ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের ঘটনা৷অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোট ও দার্জিলিং , কালিম্পংয়ে জিটিএ ভোটের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নেপাল ও বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন