Tripura By Election: উপনির্বাচনে গণনার আগেই হামলায় অভিযুক্ত ত্রিপুরার শাসক বিজেপি

আগরতলার ঐতিহ্যবাহী উমাকাম্ত একামেডি অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। সর্বশেষ ২০১৮ সালে ত্রিপুরায় ‘চলো পাল্টাই’ স্লোগান তুলে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন সাক্ষী এই…

আগরতলার ঐতিহ্যবাহী উমাকাম্ত একামেডি অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। সর্বশেষ ২০১৮ সালে ত্রিপুরায় ‘চলো পাল্টাই’ স্লোগান তুলে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন সাক্ষী এই বিরাট ভবনের গণনা টেবিলগুলি। সেবার গণনা শেষের দিকে যেতেই পরিবর্তন কনফার্মেশন পাওয়ার পর যে রাজনৈতিক হিংসা শুরু হয়েছিল তার রেশ চলেছে পুরো বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে। আসন্ন ২০২৩ বিধানসভা ভোটের আগে রবিবার যে চার কেন্দ্রের উপনির্বাচন (Tripura By Election) ফলাফল ঘোষণা হবে তার আগেও একই ছবি। হামলা চলছে। অভিযুক্ত বিজেপি।

আগরতলা-৬, বড়দোয়ালি টাউন, যুবরাজনগর ও সুরমা বিধানসভা উপনির্বাচনের গণনা এ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের সেমিফাইনাল বলে চিহ্নিত হয়েছে।

ভোটের দিন পুলিশকর্মীকে ভোটদানে বাধা দিয়ে ছুরি মেরে খুনের চেষ্টা, ছাপ্পা হয়েছে। বুথ রিগিং চলেছে। তবে এসব ঘটনার মাঝে ভোটারদের ভোট দেওয়ার মানসিকতা ও নির্বাচন কমিশনের কিছুমাত্রায় সক্রিয়তা ছিল।

বিরোধী দল সিপিআইএমের দাবি, ভোটদানের দৃঢ় মানসিকতার প্রভাব উপনির্বাচনে পড়বে। এমন মানসিকতা বিধানসভার ভোটে সরকারের কাছে বড় চিন্তা। কংগ্রেস, তিপ্রা মথা, তৃণমূল কংগ্রেসের তরফেও হামলার অভিযোগ আসছে।

গণনা শুরু থেকেই হামলার আশঙ্কা করছে বিরোধীরা। শনিবার রাত থেকে চারটি বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত হামলা। অভিযোগ, বিরোধী সিপিআইএম ও কংগ্রেস এজেন্ট ও সমর্থকদের পরিবার আক্রাম্ত বিজেপির গুণ্ডা বাহিনীর হাতে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বিজেপি।

গত বিধানসভায় জয়ী বিজেপি মুখ্যমন্ত্রী করেছিল বিপ্লব দেবকে। বারবার ব্যাপক সন্ত্রাসে অভিযুক্ত বিপ্লবকে সরিয়ে নতুন মু়খ্যমন্ত্রী করা হয় ডা. মানিক সাহাকে। তিনি উপনির্বাচনে বড়দোয়ালি থেকে লড়ছেন।