Tripura By Election: ত্রিপুরায় ভোট ধরে রেখেও বিরোধীদল সিপিআইএমের প্রাপ্তি নেই, করুণ হাল তৃণমূলের

সর্বশেষ ত্রিপুরা পুরভোটে আচমকা উঠে এসে তৃণমূল কংগ্রেল দাবি করেছিল তারা রাজ্যে আগামী বিধানসভায় মূল বিরোধী। এমনকি উপনির্বাচন প্রচারে গিয়ে টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়…

Mamata banarjee

সর্বশেষ ত্রিপুরা পুরভোটে আচমকা উঠে এসে তৃণমূল কংগ্রেল দাবি করেছিল তারা রাজ্যে আগামী বিধানসভায় মূল বিরোধী। এমনকি উপনির্বাচন প্রচারে গিয়ে টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলছে তেমনই পথ নেবেন ত্রিপুরায়। উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান রাজ্যটি খেতে কটাক্ষের প্রশ্ন উঠেছিল, পশ্চিমবঙ্গের মতো দুর্নীতি আনবেন না তো? এই প্রশ্নে বারবার বিড়ম্বিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতারা। উপনির্বাচনের (Tripura By Election) ফলে হতাশ টিএমসি।

চারটি কেন্দ্রের ফলাফল বলে দিচ্ছে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় না এলে ভোটের হারে খরা চলবে। অভিষেক বা দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যা, সুস্মিতা দেব, সুবল ভৌমিকরা তেমন কিছু করতে পারছেননা।

আগরতলা-৬, টাউন বড়দোয়ালি, সুরমা ও যুবরাজনগরে তৃণমূলের করুণ হাল। কেথাও তেমন দাগ কাটতে পারেনি।

রাজ্যের বিরোধী দল সিপিআইএম। আড়াই দশক টানা সরকার চালিয়ে বামফ্রন্টের যে বিরাট ধাক্কা নেমেছিল গত বিধানসভা ভোটে তার পরেও তারা ভোট ধরে রেখেছে চারটি আসনের তিনটিতে। তবে গতবারের জয়ী যুবরাজনগর হাতছাড়া। এখানে তারা দ্বিতীয় স্থানে নামলায়। বাকি দুটি আসন সুরমা ও আগরতলা-৬ কেন্দ্রেও ভোট টেনেছে সিপিআইএম। টাউন বড়দোয়ালিতে তাদের করুণ হাল।