Suvendu Adhikari: ‘পুলিশ কাপুরুষ’ বলে দেবেন মুখ্যমন্ত্রীকে, গোঘাট থানায় ঢুকে শুভেন্দুর হুঁশিয়ারি

ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারি। হুগলির গোঘাট থানায় ঢুকে তিনি পুলিশকে চমকালেন। পুসিশ নীরবে সব শুনল। অভিযোগ, সরকারি ধান কেনায় অনিয়ম ঘিরে…

ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারি। হুগলির গোঘাট থানায় ঢুকে তিনি পুলিশকে চমকালেন। পুসিশ নীরবে সব শুনল। অভিযোগ, সরকারি ধান কেনায় অনিয়ম ঘিরে গত ৭ নভেম্বর গোঘাটে কৃষকদের প্রতিবাদ চলাকালীন স্থানীয় থানার ওসি কুকথা বলেছিলেন। শনিবার গোঘাট থানায় ঢুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতার পুলিশ কাপুরুষ।

গোঘাট থানায় গিয়ে পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে গোঘাট ওসি অরূপ কুমার মন্ডল তখন ছিলেন না বলে স্থানীয় বিজেপি নেতারা জানান। তার বিরুদ্ধেই কৃষকদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

সরকারি ধান কেনার সময় নিয়ম বহির্ভূতভাবে চাষিদের ধানে বাটা কাটা হচ্ছিল। সরকারি অফিসারদের দেখা মেলেনি। এমন অভিযোগে গোঘাটে সড়ক অবরোধ করেছিলেন কৃষকরা। গত ৭ নভেম্বর সেই অবরোধ সরাতে এসে গোঘাট থানার ওসি কৃষকদের গালিগালাজ করেন বলে অভিযোগ।

গোঘাট থানায় ঢুকে শুভেন্দু অধিকারী ওসির সাথে কথা বলতে চান। তিনি নেই বলা হয়। তখন বিরোধী দলনেতা সরাসরি ডিউটি অফিসারকে বলেন, ওসির ভূমিকা কাপুরুষের মতো। এমনটা পুলিশমন্ত্রীকে জানিয়ে দেবেন।