ব্যারাকপুরে (barrackpore) সোনার দোকানের সামনে গুলি চালাল দুষ্কৃতিরা। গুলিতে মৃত্যু হয়েছে ওই সোনার দোকানের মালিকের ছেলের।
গুলিবিদ্ধ দোকান মালিক সহ আরও দু’জন। তারা গুরুতর জখম। হাসপাতালে চিকিৎসাধীন।
সন্ধে নাগাদ ব্যারাকপুরের ওই সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল কয়েকজন। ডাকাতির সময় বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সিংহ জুয়েলার্স দোকানে জনা চারেক ডাকাত ঢুকে টাকা ও সোনা দিতে বলেছিল। তাদের বাধা দিতে যায় দোকান মালিকের ছেলে নীলাদ্রি। তাকে গুলি করে ডাকাতরা। রক্তাক্ত নীলাদ্রির মৃত্যু হয় সেখানেই।
ডাকাতদের গুলিতে দোকানের কর্মী সহ মালিক গুলিবিদ্ধ হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক।