উচ্চমাধ্যমিকে কত পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’

‘মিঠাই’-খ্যাত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। কত পেলেন অনন্যা? অল্প বয়সেই সাফল্য পেয়েছেন এই অভিনেত্রী।…

‘মিঠাই’-খ্যাত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। কত পেলেন অনন্যা? অল্প বয়সেই সাফল্য পেয়েছেন এই অভিনেত্রী।

জানা গিয়েছে, অভিনেত্রী অনন্যা গুহ ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন উচ্চমাধ্যমিকে। ফল ঘোষণার আগে বেশ চিন্তিত ছিলেন অনন্যা। অনন্যা একাধিক ধারাবাহিকে কাজ করেছেন যেমন – কৃষ্ণকলি তে মুন্নি চরিত্র বা মিঠাইয়ে পিংকি বা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ছোট পিপি, চন্দ্রাবতী, ইত্যাদি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অনন্যা গুহ ছিলেন শিয়ালদহের লরেটো স্কুলের ছাত্রী। জানা গিয়েছে তিনি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভূগোল, বাংলা, সমাজবিদ্যা, কম্পিউটার এবং ইংরাজি নিয়ে পড়াশোনা করেছে।

এক সংবাদমাধ্যমকে অনন্যা জানান তিনি শুটিংয়ের ফাঁকেই পড়াশোনা করে নিতেন। তিনি ভবিষ্যতে মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চান।

আজ প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট পাওয়া যাবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল।

দক্ষিণ ২৪ পরগনা সেরার সেরা।প্রথম শুভ্রাংশু সরকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫।

তৃতীয় পূর্ব মেদিনীপুরের তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অনসূয়া সাহা ও আলিপুরদুয়ারের পিয়ালি দাস। চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক।