ব্যারাকপুরের পর পুরুলিয়ায় শ্যুটআউট!

সোমবার ব্যারাকপুরে জনপ্রিয় একটি বিরিয়ানির দোকানের কাছে হয় শ্যুটআউট। বাইকে করে এসে বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। আজ…

সোমবার ব্যারাকপুরে জনপ্রিয় একটি বিরিয়ানির দোকানের কাছে হয় শ্যুটআউট। বাইকে করে এসে বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বারাকপুর বারাসাত রোডে মোহনপুরের একটি বিরিয়ানির দোকানে। আহতদের ভর্তি করা হয়েছে বি এন মহকুমা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর আড়াইটা নাগাদ বাইকে করে তিনজন দুষ্কৃতী ওই বিরিয়ানির দোকানের উল্টোদিকের রাস্তায় আসে। এরপর বাইক থামিয়ে তারা ওই বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোকানের এক কর্মী এবং একজন গ্রাহক। আর এই ঘটনার পরই পুরুলিয়াতেও একই ভাবে শ্যুটআউটের ঘটনা ঘটে।

পুরুলিয়ার রেল শহর আদ্রায় শুটআউট। আদ্রা রেল ইয়ার্ডে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুই শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে সবসময়ই পরিত্যক্ত রেলের কামরা রাখা থাকে। সেই কামরাগুলি কেটে বিক্রি করা হয়। তবে এর জন্য টেন্ডার হয়। এবার টেন্ডার পেয়েছেন রামেশ্বর সিং। বর্তমানে তার শ্রমিকেরা রেল ইয়ার্ডে কাজ করছিল। সোমবার সেখানে কাজ চলাকালীনই ঘটে হামলার ঘটনা। শ্রমিকদের মোবাইল ও টাকা লুঠ করে দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, এরপর শ্রমিকদের হাতে রামেশ্বরকে দেওয়ার জন্য একটি চিঠি দেয় তারা। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এই শুটআউটের ঘটনায় জখম হয়েছেন ২ শ্রমিক।