BJP workers join TMC: জঙ্গলমহলে ভাঙন ধরিয়ে দুই শতাধিক বিজেপি নেতা কর্মীর তৃণমূলে যোগ

মেদিনীপুর: বিধানসভা ভোটের শোচনীয় পরাজয়ের পর থেকেই বাংলাজুড়েই গেরুয়া শিবিরে (BJP) ভাঙন ধরেছে৷ সেই ধারা আরও মাত্রা পেয়েছে সদ্য সমাপ্ত বাংলার ১০৮টি পুরসভা নির্বাচনের পর৷…

more than two hundred BJP workers joined the Trinamool

মেদিনীপুর: বিধানসভা ভোটের শোচনীয় পরাজয়ের পর থেকেই বাংলাজুড়েই গেরুয়া শিবিরে (BJP) ভাঙন ধরেছে৷ সেই ধারা আরও মাত্রা পেয়েছে সদ্য সমাপ্ত বাংলার ১০৮টি পুরসভা নির্বাচনের পর৷

দলত্যাগের ধারা অব্যহত রেখেই পুরভোটের ফলাফল প্রকাশের পর জঙ্গলমহল জুড়ে বিজেপির ভাঙন শুরু হয়েছে৷ শনিবার পশ্চিম মেদিনীপুরে শালবনি ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে ভবনে শালবনি ব্লকের তিন নম্বর অঞ্চল, ২ নম্বর অঞ্চল ও ৫ নম্বর অঞ্চলের প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন৷

more than two hundred BJP workers joined the Trinamool

এদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ নেপাল সিংহ৷ এই দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, অঞ্চল সভাপতি অসিত ঘোষ, গৌতম মাহাতো, কৌশিক হাজরাসহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা৷

এইদিন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ বলেন, এলাকার উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে৷ আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরও কীভাবে শালবনি ব্লকড়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাব, তার রূপরেখা তৈরি করব। পাশাপাশি তিনি আরও বলেন, আগামিদিনে শালবনি ব্লকজুড়ে বিজেপি শূন্য হয়ে যাবে৷ এদিকে, এই ভাঙনের ফলে অনেকটাই অস্বস্তিতে গেরুয়া শিবির।