Purulia: আদ্রায় প্রকাশ্যে খুন, গুলিতে নিহত তৃণমূল নেতা

গত দু সপ্তাহে রাজনৈতিক খুনের সংখ্যা ৯! রাজ্যপাল বলেছেন প্রতিটি রক্তাক্ত ঘটনার জন্য রাজ্য নির্বাচন কমিশন দায়ি থাকবে।

পুরুলিয়ার (Purulia) আদ্রা শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের উপর এলোপাথাড়ি গুলি চলে। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। তাঁঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ এক পুলিস কনস্টেবল। তার চিকিৎসা চলছে। জনবহুল আদ্রা শহরে এমন গুলি করে খুনের ঘটনায় তীব্র আতঙ্ক। পঞ্চায়েত ভোটের আবহে এ নিয়ে গত দু সপ্তাহে মোট ৯টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটল।

পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। রেল শহর আদ্রায় গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফের সরগরম রাজ্য। এর আগে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনায় পরপর গুলি করে রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে।

   
  • আদ্রায় তৃ়নমূল নেতাকে পরপর ৬টি গুলি করে হামলাকারীরা। 
  • এর আগে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক খুন হয়েছে।
  • রাজ্যপাল বলেছেন রক্তের দায় রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে।

শাসক ও বিরোধীদের একাধিক নিহতের ঘটনা ঘটেছে রাজ্যে। পঞ্চায়েতে ভোটের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র বিতর্কের মুখে খাড়া করেছে বিরোধীরা। এবার আদ্রায় খুনের পর আরও তীব্র বিতর্ক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন